আমাদের কথা খুঁজে নিন

   

কষ্ট ........তরুন

দিগন্ত

কেউ না জানুক মনতো জানে মনেরও যে কষ্ট আছে সেই বেদনা লুকিয়ে রাখি হাজার ছলনায় । মানুষ বলেই জীবন খাতায় ভুলের হিসাব পাতায় পাতায় দূরের থেকে ভালো সবই কাছে গেলে নাই । যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায় তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খাই ! ভালোবাসার নাম দিয়েছি আমি কান্না অনায়াসে বয়ে আনে চোখে বন্যা আমার কাছে ভালোবাসা যেন অন্ধকার ভালোবাসা, নকশীকাথাঁ, গোপনও দ্বিধা । যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায় তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খাই ! যাকে খুঁজে হারিয়ে গেলাম গভীর অরন্যে যে পেচাঁনো লতার মাঝেঁ গেলাম জড়িয়ে, ডেকে যখন ডাক মেলেনা তখন ভাবে মন হয়ত একটু পরের ক্ষনে আসবে প্রিয়জন । যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায় তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খাই ! কেউ না জানুক মনতো জানে মনেরও যে কষ্ট আছে সেই...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.