আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুধা দূর করতে কেএফসি ও পিত্জা হাটের কর্মসূচি ... আপনার কি মনে হয়??

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

ক্ষুধা দূর করতে কেএফসি ও পিত্জা হাট কর্মসূচি নিয়েছে। কিন্তু কি কর্মসুচী নিয়েছে সেটা প্রথম আলোর প্রতিবেদন পড়ে ঠিক বোঝা গেল না। যাই হোক, পিতজা হাটে দেখেছি, একটা জার রাখা আছে ক্ষুধা দূর করার জন্য মুক্ত হস্তে দান করার জন্য। এখন কথা হল, একটা পিতজার দাম ৮০০ টাকা নিয়ে ওনারা নেমেছেন ক্ষুধা দূর করতে !! এই ব্যবসার নামে ডাকাতি না করে যদি পিতজার দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে তারা উদ্যোগী হতেন তা হলে বোধকরি এ দেশের যে প্রায় ৭৫ লাখ লোক প্রতি রাতে পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়, তাদের মধ্যে কিছু মানুষ পিতজা খেয়ে রাতে ঘুমাতে যেতে পারত। একটা রুটির উপর কিছু পনির, সবজি আর মাংশের টুকরার দাম এত বেশি হতে হবে কেন? এটাও কি এক ধরনের সন্ত্রাস নয়, সমাজের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করার অপরাধে???


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।