আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুধা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ক্ষুধা মুখের আহার কাড়লি তুই পেটে ভীষণ ক্ষুধা, ক্ষুধার জ্বালায় মরছি আমি মুখে যে তোর সুধা। জমিতে আমার হাল চলেনা বেহা্ল ঘরের চাল, তোর দুয়ারে হাত পেতেছি চাইযে ভাতের চাল। মেয়ে আমার ঘর ছেড়েছে পর হয়েছে বিবি, ছেলে আমার ক্ষুধায় কাতর আর কি আছে নিবি? চোখে আমার মৃত্যু ভাসে খুড়লি কবর তুই, তোরই হাতে শশ্বান হলো আমার সাধের ভুঁই। তোকে আমি ছাড়বোনা আর সামনে যদি পাই, তোর শরীরের মাংশ খেয়ে পেট ভরাতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।