আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুর পরিবারের আজীবন নিরাপত্তায় আইন পাস, এবং আমার মতামত( আপনার মতামত কি? ) )।



যাক অনেক দেরিতে হলেও সরকার একটি ভাল কাজ করেছে,এ জন্য আমি ধন্যবাদ দিচ্ছি সরকারকে। তার সাথে আর একটা কাজও করতে হবে সরকারকে দিতে হবে জনগনের জান এবং মালের নিরাপত্তা ,যে দিন এ কাজটি করতে পারবে সরকার সে দিন আমি সরকারকে অনেক অনেক বেশি ধন্যবাদ দিব। আমার প্রিয় কিছু ব্লগারদের দৃস্টি আকর্ষন করছি যারা কিনা আমার সাথে একমত পোষন করেছেন । আজ সকাল ৯:৪৪ মিনিটে একটি ব্লগ পড়লাম, যার শিরনাম ছিল - বঙ্গবন্ধুর পরিবারের আজীবন নিরাপত্তায় আইন পাস – একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না তাতে আমি আমার মন্তব্যতে লিখেছিলাম, আপনার এ লেখাটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে একদমই বেমানান , আমি মনে করি অবশ্যই তাদের বিশেষ নিরাপত্তা প্রয়োজন, তা না হলে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এর মত আমরা তাদেরকেও হারিয়ে বসতে পারি। আপনি একটু পেছনে ফিরে তাকান, কৈ বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের তো বিশেষ নিরাপত্তা ছিল না , সে তো আপনাদের সাথে মিশে আপনাদের আপন করে নিয়েছিল, কিন্তু তার বিনিময়ে আপনারা তাকে কি দিতে পেয়েছেন , দিয়েছন বুলেটের আঘাত ,করেছেন তার ও তার পরিবারের শরীরকে রক্তাত্ত, শুধু এটা করেও ক্ষান্ত হননি অবুঝ শিশু শেখ রাসেলসহ কেড়ে নিয়েছেন সকলের প্রান। সৃষ্টি কর্তায় অশেষ কৃপায় শেখ হাসিনা ও শেখ রেহানা বেচে আছেন, যদি না তারা সে দিন বিদেশে থাকতেন, হয়তো তাদেরকেও আমাদের হারাতে হত, তাই এই শেখ পরিবারের বিশেষ নিরাপত্তা করে সরকার একটি ভাল কাজ করেছে । ( কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল) ভাই আপনি ঠিকই বলেছেন এদের বেহুশ থেক হুশ করা যাবে না, এরাইতো আমাদের এ সমাজের আবর্জনা, এদের জন্যইতো আমাদের এ সোনার দেশ দুর্নিতিতে ১ম হয়, এদের থেকে কিছু পাওয়ার আশা করাটাইতো আমাদের ভুল , কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল) ভাই দোয়া করেন ...@অদ্ভুতুড়ে...@ব্রাইট ও...@মহিউদ্দিন আহমেদ সৈকতরে মত পাগলদের আল্লাহ তায়ালা ভাল করুক )। আমার এ মন্তব্যে অনেকেই বিরোধিতা করেছেন, যারা বিরোধিতা করেছেন আমি তাদেরকেই বলছি:- কেন ভাই আপনারা ভাল কাজকে নিয়ে এত কাদাছোড়া ছুড়ি কারেন, ভাল কাজকে ভাল বলাই স্রেয় নয় কি ? দেন না সরকারকে একটি ধন্যবাদ, তাতে লাভ আপনারই হবে দেখবেন একদিন এ বিশেষ নিরাপত্তা আপনিসহ এদেশের জনগন সকলেই পাবে এটাই আমার বিশ্বাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.