আমাদের কথা খুঁজে নিন

   

শরীরে আগুন, শ্রীলঙ্কায় বৌদ্ধভিক্ষুর মৃত্যু

শনিবার ক্যান্ডিতে শ্রীলঙ্কার প্রধান বৌদ্ধ মন্দিরের বাইরে তিনি নিজ শরীরে আগুন লাগান বলে জানিয়েছে বিবিসি অনলাইন। এরপর মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় তাকে কলম্বোর জাতীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। মাত্র ৩০ বছর বয়সী বওয়াতি নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতি দেওয়া শ্রীলঙ্কার প্রথম ভিক্ষু। কট্টরবাদী বৌদ্ধ সংগঠন সিহালা রাভায়ার অনুসারি ছিলেন তিনি। সংগঠনটি মুসলামনদের ‘হালাল’ পদ্ধতিতে প্রাণী হত্যার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। শ্রীলঙ্কার এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নিজ শরীরে আগুন দেওয়ার আগে বওয়াতি তার পরিকল্পনার কথা এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে জানিয়েছিলেন। ওই সাংবাদিক তাকে আত্মহত্যা করতে বাধা না দিয়ে পুরো ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে টেলিভিশনে প্রচার করে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডি এম জয়রতনে আগুন লাগিয়ে আত্মহুতি দেওয়ার ঘটনায় নিন্দা ও এ ঘটনায় গণমাধ্যমের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। ঘটনায় জড়িতদের আটক করার ঘোষণা দিয়েছে পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।