আমাদের কথা খুঁজে নিন

   

ফিনল্যান্ডে পড়াশোনা..৩

সীমান্তের অতন্দ্র প্রহরী

প্রথম পর্ব দ্বিতীয় পর্ব লন্ডনে পড়াশোনা নিয়ে বাংলাদেশী ছাত্রদের যে করুন অবস্থা দেখছি তাতে আমার পর্বগুলো তাড়াতাড়ি শেষ করার প্রয়োজন অনুভব করছি কারন ৩/৪ লক্ষ টাকা দিয়ে লন্ডনে পড়তে গিয়ে বিপদে পড়ার চেয়ে ১/১.৫ টাকা খরচ করে ফিনল্যান্ডে বিনা বেতনে পড়া অনেক ভাল। আমি আবার স্মৃতি কাতুরে, মনেপরে গেল ক্লাস থ্রি-র "শহুরে ইঁদুর আর গেঁয়ে ইদুরের গল্প" ভয়ে ভয়ে রুটি কলা খাবার চাইতে শান্তি মনে পোড়া পিঠা খাওয়া ভাল। যাইহোক আগের পর্বগুলোতে লিখিছি কিভাবে আবেদন করতে হবে এবার পর্বের বিষয় কাগজগুলো কিভাবে পাঠাবেন। আমি যতদুর দেখেছি ফিনিশরা আমাদের দেশের নোটারি করা কাগজ খুব পছন্দ করে। তাই আপনার কাগজ পত্রগুলো 1. SSC / equivalent exam's Certificate & Mark sheet 2. HSC/ Diploma Engineering/ equivalent exam's Certificate & Mark sheet 3. IELTS (minimum 6.0) 4. PASSPORT (0-9 Pages) কোন নোটারি পাবলিকের কাছে সত্যায়িত করে নিতে।

এই ক্ষেত্রে আমি রেফার করব ঢাকা অনুবাদের গলিতে রাস্তার পাশে "মহসিন মিয়া" নামক একজন নোটারি পাবলিক বসেন, আপনার মূল কাগজপত্র কিছু দেখাতে হবে না ফি প্রতি পাতা ৫/৭ টাকা। ঢাকা অনুবাদ, রাজধানী অনুবাদ এই সকল প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে এরা নানা নিয়ম মেইনটেন করে, আপনার মূল কাগজপত্র তাদের কাছে নিয়ে আসতে হবে এবং তাদের ফি প্রতি পাতা ২০ টাকা। আপনারা সবাই নিশ্চই জানেন অনুবাদ ও নোটারী সংক্রান্ত প্রতিষ্ঠান গুলো ঢাকার "দৈনিক বাংলার মোড়" নামক স্থানে অবস্থিত। এইবার আপনার কাগজগুলো ফিনল্যান্ডে পাঠাতে হবে। আমি বাংলাদেশের ডাক ব্যবস্থাকে বরাবরই ভয় পাই।

জিপিও থেকে ১৪০০ টাকা লাগবে ই.এম.এস করতে, FEDEX/DHL ২৪০০ টাকা নিবে, নরমাল পোস্টাল ফি আমি জানিনা। চিঠি পাঠিয়ে দিন এবং Entrance/ Admission test এর জন্য প্রস্তুতি নিতে থাকুন। পরবর্তী পর্ব পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। -------------------------------------------------------------- ফিনল্যান্ডে পড়াশোনা নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্লগ খোলা হয়েছে যাতে আপনি আপনার সকল তথ্য পাবেন প্রয়োজনীয় কাগজপত্রের নমুনা সহ। আশাকরি আগ্রহীরা সঙ্গে থাকবেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.