আমাদের কথা খুঁজে নিন

   

ফিনল্যান্ডে পড়াশোনা..২

সীমান্তের অতন্দ্র প্রহরী

প্রথম পর্ব অন-লাইনে আবেদনঃ https://www.admissions.fi/ ওয়েবসাইটি হচ্ছে ফিনল্যান্ডের সকল University of Applied science তথা Polytechnic গুলোর একটি সম্মিলিত ওয়েব সাইট, এই একটি মাত্র ওয়েব সাইটের মাধ্যমে ই তারা ব্যাচেলর প্রোগ্রামের জন্য Intentional student দের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাক। আপনি ঐ ওয়েবসাইটে গেলেই সকল কিছু বুঝতে পারবেন। ২০১০ সালের অটাম সেমিস্টার এর জন্য আবেদন নেয়া শুরু করবে ১১ ই জানুয়ারী থেকে। আপনাকে অনলাইন এপ্লিকেশন ফরম পূরণ করতে হবে এবং তা সাবমিটের পর আপনি একটি কনফার্মেশন ইমেইল পাবেন। আপনাদের বুঝার সুবিদার্থে আমি আমার কনফার্মেশন ইমেইল টির লিংক দিয়ে দিলাম।

২০১০ সালের অটাম সেমিস্টার এর ক্লাস শুরু হবে ২০১০ সালের ১ লা সেপ্টেম্বর। এর জন্য আপনাকে আবেদন করতে হবে ২০১০ সালের ১১ ই জানুয়ারী থেকে ১০ ই ফেব্রুয়ারীর মধ্যে এবং আপনার সার্টিফিকেট, মার্কশীট, পাসপোর্ট ফটোকপি এবং IELTS এর ফটোকপি সমুহ যে কোন মাধ্যমে (ডাক, কুরিয়ার, ব্যক্তিমাধ্যম) এ ২০১০ সালের ২০ ই ফেব্রুয়ারীর মধ্যে কর্তৃপক্ষের কাছে এসে পৌছাতে হবে। আপনার কাগজপত্র দেখে কর্তৃপক্ষ যদি মনেকরে আপনি ভর্তি পরীক্ষারদেবার উপযুক্ত তাহলে আপনাকে Invitation letter পাঠাবে ডাক ও ইমেইল উভয় ভাবেই। ইনভাইটেশন লেটার কেমন হয় তা দেখতে চাইলে এই ফাইল গুলো ডাইনলোড করে দেখতে পারন। পরবর্তী পর্বে কাগজ পত্র সমুহ কোন ফরম্যাটে পাঠাবেন তা নিয়ে লিখব ইনশাল্লাহ।

--------------------------------------------------- ফিনল্যান্ডে পড়াশোনা নিয়ে একটি ব্লগ খোলার চেষ্টা করছি। আগ্রহীরা সঙ্গে থাকবেন আশা করছি। ব্লগটির লিংক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.