আমাদের কথা খুঁজে নিন

   

ক্যালসিয়াম এর কিছু তথ্য



আজকে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে হেলথ্ রিলেটেড একটা আর্টিকেল চোখে পড়ল আমাদের শরীরে ক্যালসিয়াম এর প্রয়োজনী্যতা সম্পর্কে,ভাবলাম সবার সামনে তুলে ধরি। আমাদের শরীরের হাঁড় এবং দাঁতের ৯৯% গঠিত ক্যালসিয়াম দিয়ে; কিন্তু সবাই ভাবে হাঁড়ের জন্যই শুধু ক্যালসিয়াম দরকার,আসলে কিন্তু তা না; Proper Nerve Function ,রক্ত জমাট বাধা,muscle health,এমনকি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও এর ভুমিকা রয়েছে। অনেক গবেষক বলে ক্যালসিয়াম ওজন কমাতে সাহায্য করে , কিন্তু এখনও মতান্তর রয়েছে বয়সভেদে আমাদের দৈনিক কি পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন তার তালিকা: জন্ম - ৬ মাস --- ২১০ মি:গ্রা ৭ মাস - ১২ মাস --- ২৭০ মি:গ্রা ১ বছর - ৩ বছর --- ৫০০ মি:গ্রা ৪ বছর - ৮ বছর --- ৮০০ মি:গ্রা ৯ বছর - ১৩ বছর --- ১৩০০ মি:গ্রা ১৪ বছর - ১৮ বছর --- ১৩০০ মি:গ্রা ১৯ বছর - ৫০ বছর --- ১০০০ মি:গ্রা ৫০ বছর এবং + --- ১২০০ মি:গ্রা সতর্কতা: ১। আবার প্রয়োজনের বেশী ক্যালসিয়াম গ্রহণ ঝুঁকিপুর্ণ। ২। কিডনী স্টোনেরসমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটাই চাই সবাই সুস্থ থাকি ভালো থাকি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তথ্যসুত্র : calcium intake


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।