আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব আল হাসান উইসডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত



বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান আরেকবার গর্বিত করলেন দেশকে। আগেই আইসিসি'র বিশ্বসেরা অলরাউন্ডারের স্বীকৃতি পাওয়া সাকিব এবার উইসডেন ক্রিকেট সাময়িকীর ২০০৯ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। উইসডেন ক্রিকেট সাময়িকী বৃহস্পতিবার জানায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁদের সব ক্রিকেট লেখক ও প্রতিনিধিদের রায়ে এবং এবছরের পারফরম্যান্সের বিচারে তাঁদের দৃষ্টিতে বিশ্বের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। উইসডেনের দৃষ্টিতে সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে সাকিব বলেন,'পারফরম্যান্সই করে যাওয়াই আমার একমাত্র লক্ষ্য। আমি কখনও পুরনো হতাশা নিয়ে পড়ে থাকতে চাই না। হতাশাকে সবসময় আশায় রুপান্তরিত করতে চাই।' সাকিব আল হাসানের অভাবনীয় পারফরম্যান্স গত জুলাইমাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ বিজয়ে সাহায্য করে। ওয়েস্ট ইন্ডিজকে ৮১ বছর পর নিজের মাটিতে হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবানো সেই সিরিজের দুটো টেস্টেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ইনজুরির কারণে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সাকিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.