আমাদের কথা খুঁজে নিন

   

মিসরে দেশব্যাপী বিক্ষোভ, সহিংসতায় নিহত ৬

মিসরের রাজধানী কায়রোসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে গতকাল শুক্রবার দিনভর বিক্ষোভ মিছিল করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির হাজারো সমর্থক। এ সময় কায়রোর মোহানদিসিন জেলায় মুরসিপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ছয়জন মারা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট মুরসিকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের দাবিতে গতকাল কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করে তাঁর সমর্থকেরা।
গতকাল জুমার নামাজের পর ৫০০ বিক্ষোভকারী মধ্য কায়রোর সাহেব রুমি মসজিদ থেকে বেরিয়ে মিছিল শুরু করে।

এ সময় তারা ‘জেগে ওঠো, ভয় পেয়ো না’, ‘মিসর ইসলামি রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ নয়’, ‘সেনাবাহিনীকে অবশ্যই ফিরে যেতে হবে’—এসব বলে স্লোগান দিতে থাকে।
বিকেলের মধ্যেই বিক্ষোভকারীর সংখ্যা হাজারে পরিণত হয়। কায়রোর বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা মিছিল করতে থাকে। তারা নির্বাচিত সরকার পুনর্বহালের দাবি জানায়। তাদের মধ্যে একটি অংশ সন্ধ্যা সাতটায় কারফিউ শুরুর আগ পর্যন্ত প্রেসিডেনশিয়াল প্যালেসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.