আমাদের কথা খুঁজে নিন

   

অন্য আকাশ



অন্য আকাশ আজম মাহমুদ আকাশ মানেই তুমি জানো- পরের আকাশ। যেখানে নিঃশব্দে উল্কা ছোটে মেঘেদের গর্জনে কম্পিত হয় তারা ও চাঁদের সৌন্দর্যে হয় গর্বিত মাঝে মাঝে কান্নার মতো বৃষ্টি ঝরে। সূর্য পোড়ালে দিন আসে। এও কি জানো- আরেকটা আকাশ আছে তোমার আকাশ-আমার আকাশ এ আকাশের মূল্য দাও কখনও। উল্কা, মেঘ, চাঁদ, তারা কিংবা সূর্যের উঠা-নামায় ক্লান্ত অবিরত... সে আকাশের খোঁজ নিয়ে প্রকৃতটা জেনেছো কতটুকু?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।