আমাদের কথা খুঁজে নিন

   

উপচে পড়া বিষন্নতা

আমার জলেই টলমল করে আখি, তোমার চোখের অশ্রু কোথায় রাখি

সেদিন পর্যন্ত তোমাকে নিয়ে প্রসন্নতায় ডুবে ছিলাম আমি অস্ফুট যাতনায় তোমাকে করে তুলেছিলাম সহনীয় মিছে আস্ফালনে ব্যাপৃত কখনই আমি নই, তবুও; এরই মাঝে কোন এক ফাঁকে হৃদয়ের গহীনে কে যেন কি এঁকে দিয়েছে সাবলীলভাবে আর তুমি তারই ছবি হয়ে বসে আছো। সংকোচিত ছবিঘরের পাশ কাটিয়ে তুমি কি পারবে আমার বিষন্নতাকে উপচে ফেলে দিয়ে সুকঠিন প্রতিক্রিয়াশীল দূর্গের দ্বার উম্মোচন করতে-!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।