আমাদের কথা খুঁজে নিন

   

সর্বত্র ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

আমি অতি সামান্য.... আমাকে HELPকরুন

আজ চাঁদ দেখা গেলে কাল উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা না গেলে ৩০ রোজা শেষে আগামী শনিবার ঈদ করবেন বাংলাদেশের মানুষ। আজ ঈদের আগে শেষ কর্মদিবস হলেও ইতিমধ্যেই নাড়ির টানে ঈদ করতে গ্রামের বাড়ি ছোটা শুরু করেছে কাজের তাগিদে রাজধানী ঢাকায় বাস করা লোকজন। ঘরমুখো মানুষের চাপে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শুরু করে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনালে ও কমলাপুর রেলস্টেশনে এখন উপচে পড়া মানুষের ভিড়। যাত্রীরা অভিযোগ করছে, আগে থেকে টিকিট কিনলেও বাস ও ট্রেনে সিট পেতে তাদের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাস টার্মিনাল ও রেলস্টেশনে ধাক্কাধাক্কি ও মানুষের প্রচণ্ড ভিড়ে পরিবার-পরিজন নিয়ে অনেকেই পড়ছে বিপাকে। বাস ও ট্রেনের ভেতরে সিট না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে উঠে যাচ্ছে ছাদে। বাসযাত্রীরা জানিয়েছে, প্রায় সব বাসই তাদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া রেখেছে। খুব কম ট্রেনই নির্ধারিত সময়সূচি অনুযায়ী কমলাপুর রেলস্টেশন ছাড়ছে। দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতের প্রধান বাহন লঞ্চ এবার যাত্রীদের তুলনায় অনেক কম।

ফলে ডেক থেকে শুরু করে ছাদেও যাত্রী নেওয়া হচ্ছে। এদিকে যাত্রীরা অভিযোগ করেছে, নিয়মিত ভাড়ার চেয়ে বর্তমানে প্রায় দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.