আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

ইত্তেফাকে প্রকাশিত খবর: প্রেমের দায়ে দেড় লাখ টাকা জরিমানা ওই টাকায় ভূরিভোজের সিদ্ধান্ত রায়গঞ্জের পল্লীতে প্রেমের দায়ে প্রেমিক- প্রেমিকাকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আদায়ে সময় বেধে দেয়া হয়েছে ৭ দিন। ওই টাকা দিয়ে ভূরিভোজের আয়োজন করা হবে বলে জানা গেছে। এদিকে টাকা যোগাড় করতে গ্রাম্য সালিসে অভিযুক্ত নিম্নবিত্ত দুই পরিবারের লোকজন স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করতে এখন দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামের ১৬ বছরের এক তরুণীর সঙ্গে প্রতিবেশী নূরুল ইসলামের পুত্র বিবাহিত আব্দুল বাতেনের (৩২) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।

বিয়ের দাবিতে গত বুধবার সন্ধ্যায় ওই তরুণী বাতেনের ঘরে গিয়ে আশ্রয় নেয়। পরে গ্রাম্য প্রধানগণ উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার তাকে নিজ বাড়ীতে পাঠিয়ে দেয়। ঐ দিন সন্ধ্যায় চাঁদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিষয়টি নিয়ে সালিস বৈঠকে বসে। গ্রামের মাতব্বর আজাহার আলীর সভাপতিত্বে এ সালিস বৈঠকে উপস্থিত ছিলেন গ্রাম্য প্রধান দেলবার হোসেন, তাহাছের মহুরী, হবিবুর রহমান, আইয়ুব আলীসহ গ্রামের কয়েক’শ মানুষ। বৈঠকে দুই পক্ষের কথা না শুনেই উভয়কে প্রেম করা বা অনৈতিক সম্পর্ক স্থাপন ও গ্রামে অসামাজিক কার্যকলাপের দায়ে দোষী সাব্যস্ত করে ৮০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঐ টাকায় ঘটা করে পুরো গ্রামবাসীকে ভূরিভোজ করানো হবে বলেও সালিস বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সালিসে অভিযুক্ত আব্দুল বাতেনের বাড়ীতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ভিকটিম তরুণীর পরিবারের লোকজন সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলার সাহস পায়নি। এ ব্যাপারে গ্রামের মাতবর দেলবার হোসেন বলেন, দুই পক্ষই জরিমানার টাকা শোধ না করলে আরো বড় শাস্তি দেয়া হবে। অপর মাতবর আইয়ুব আলী বলেন, সালিসের সিদ্ধান্ত অনুযায়ী জরিমানার টাকা দিয়ে পুরো গ্রামের মানুষকে একবেলা জিয়াফত খাওয়ানো হবে।

সালিসের সভাপতি আজাহার আলীও অনুরূপ মন্তব্য করেন। এ ব্যাপারে পাশ্ববর্তী ডি.কে উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, চলমান সমাজ ব্যবস্থায় গ্রাম্য মাতব্বরদের এমন সালিস বৈঠকে তিনি বিস্মিত হয়েছেন। এরাই যদি সব করবেন তবে দেশে আইন-আদালত কি জন্য আছে! ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান এব্যাপারে কিছুই জানেন না বলে জানান। পাশের ধানগড়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বলেন, গ্রাম আদালতের যেখানে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতা রয়েছে সেখানে গ্রাম্য মাতব্বররা কিভাবে এত টাকা জরিমানা করেন তা বুঝতে পারলাম না। রায়গঞ্জ থানার ওসি শামসুল হক বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.