আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে হাজার হাজার বাংলাদেশী ছাত্র খোলা আকাশের নিচে।

পাখি উড়ে যায় রেখে যায় ছায়া, মানুষ মরে যায় রেখে যায় মায়া।

কিছু অর্থলোভী ব্যক্তি ভিসা প্রসেসিংয়ের নামে লন্ডনের স্টুডেন্ট ভিসা বাবদ ৭ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন সাধারণ ছাত্র/ছাত্রীদের কাছ থেকে। 'মাসে ২৫০ পাউন্ড ভাড়া দিয়ে একটি বাসার সিটিং রুমের ফ্লোরে ঘুমাই। খেয়ে না খেয়ে কোনমতে দিন কাটাই। দেশ থেকে যে সামান্য টাকা নিয়ে এসেছিলাম তা দিয়ে ভাড়া দিচ্ছি।

১৫ দিন হয় লন্ডনে এসেছি এবং প্রতিদিন জব সেন্টারগুলোতে ধরনা দিচ্ছি। কিন্তু কোন কাজ পাচ্ছি না। হাতের টাকা শেষ হয়ে গেলে রাস্তায় না খেয়ে থাকা ছাড়া আর কোন উপায় থাকবে না। ' কথাগুলো ঢাকা সিটি কলেজের সাবেক ছাত্রী শামীমা আলম সুমিলার। এভাবে আরো অনেক ছাত্র/ছাত্রীর করু্ন আর্তনাদের খবর প্রকাশিত হয়েছে।

বিস্তারিত জানতে "দৈনিক নয়া দিগন্ত" পত্রিকার শেষের পাতা পড়ুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।