আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগে আর কত ঘুমাব?

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই সবাই অনেক কথা বলছে। কাজেই আমি বেশী কিছু না বলি। শুধু একটা ব্যাপার সবাইকে মনে করিয়ে দেই। শুধুই দেশ কে ভালবেসে দেশের প্রতি যেই অবিচার করা হয়েছে তার প্রেক্ষিতেই দলমত নির্বিশেষে সাধরন কিছু মানুষ শাহবাগে নেমেছিল প্রতিবাদ করতে।

সেই আন্দোলন এখন বিশাল আকার নিয়েছে। তবে গতকাল অনেক জঘন্য একটি ঘটনা ঘটেছে। আন্দোলনের পানি এখন বিভিন্ন দিকে গড়াবার অবস্থা। কিন্তু বিভিন্ন দিকে গড়াবার আগেই আমাদের উচিৎ এ ব্যাপারে সতর্ক দৃষ্টি দেয়া যে পানি যেন তার মূল গন্তব্য থেকে অন্যদিকে না যায়। আমি জানি এখনও দেশে এমন মানুষ আছেন যারা শুধু কথায় না কাজেও দেশের জন্য প্রয়োজনে প্রান দিতে ও নিতে প্রস্তুত।

আপনারা দয়া করে এগিয়ে আসুন। এবং যারা অলরেডী আছেন তারা মতবিভক্ত হয়ে আন্দোলন থেকে সরে দাড়াবেন না। আস্তিক, নাস্তিক, ধর্মীয়, অধর্মীয়, বিধর্মীয় সবার প্রতি অনুরোধ, আমরা যেন এটা ভুলে না যাই যে আমরা সবাই সবার আগে মানুষ আর আমাদের জন্য ভালর জন্য ধর্ম, ধর্মের জন্য আমরা নই। ধর্মের অজুহাতে কোন মানুষকে এভাবে মেরে ফেলা যায়না। সে যা করেছে তা ভাল কাজ নয় আমি মানি তবে তার পরিনতি এমন হওয়া কোনভাবেই ন্যায়সঙ্গত নয়।

আর যদি এত সহজেই একজন কে মেরে ফেলা যায় তবে আমরাও বেশীদিন চুপ করে বসে থাকব না হয়ত। কিন্তু এই গোলচক্রে পড়ে আসল সমস্যার সমাধান কিছুই হবেনা। এই দেশের মানুষ অনেক সহজ সরল হতে পারে, কিছুটা হয়ত বোকাও হতে পারে তাই বলে এতটাও বোকা নয় যে এইটুকু বুঝবেনা। আমরা আজ এক হয়েছি কেন তা ভুললে চলবেনা। সবার সাথে সব মতেই মিল হবে তা নয় তবে একজায়গায় সবাই যেন এক থাকে এটা মনে রাখতে হবে আর তাহল দেশপ্রেম।

যারা এই হত্যাকান্ড কে নিজ স্বার্থে ব্যাবহার করতে চাইবে তারা আসলেই দেশ কে ভালবাসে কিনা তা একটু চিন্তা করা দরকার। এই হত্যাকান্ডকে কোনভাবেই মেনে নিবেন না। এবং একে কেন্দ্র করে যেসব চক্রান্ত চলছে তাতে নিজের বিচার বুদ্ধি বিবেক লোপ করে বসবেন না। এক থাকুন। আন্দোলন চলছে, চলবে।

চুপ করে বসে না থেকে আর কল্পনায় ঘুড়িতে ফাঁসি না ঝুলিয়ে বাস্তবে কিছু করুন। "আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। " এখনও অনেক রাত। আপনারা এখনও ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।