আমাদের কথা খুঁজে নিন

   

ধানমন্ডির রবীন্দ্র সরোবরের আজকের আড্ডা ও অতীতে আমার দেখা সেরা চুম্বন দৃশ্য!



বহুল আলোচিত, প্রোরোচিত ও প্রতিক্ষিত ব্লগীও আড্ডা হতে যাচ্ছে আর মাত্র পাঁচ ঘন্টা পরে ধানমন্ডি লেকের পাশে রবীন্দ্র সরোবরে। ব্লগীও অনেক রথী, মাহারথীরা সেখানে উপস্থিত থাকবেন। আশা করা যায় অনেক মজা হবে সেখানে যা সকলে প্রত্যাশা করে। আর সেই মজা উপভোগ করার জন্য অনেকে অপেক্ষায় আছেন। ২০০৪-২০০৫ সালে আমি যখন রবীন্দ্র সরোবরে উত্তর পাশের বিল্ডিং এ অবস্থিত এক অফিসে চাকরী করতাম।

সেই সুযোগে অফিসে বসেই জানালা দিয়ে রবীন্দ্র সরোবরের অনেক অনুষ্ঠান দেখা / শুনা হত, ভালও লাগত। সেইসাথে আমার জীবনের স্মরনী কিছু ঘটনার মধ্যে ধানমন্ডি লেককে ঘিরে রয়েছে একটি। আমরা সকলে জানি লেকের ধারে অতি সুখী অনেক মানব / মানবী (প্রেমিক / প্রেমিকা) কে খুব নিবিড় ভাবে বসে থাকতে দেখা যায়। তারা সেখানে বসে মনের আনন্দে নিজেদের আবেগ অনুভুতি একে অন্যের সাথে আদান প্রদান করে। সেই সময়ে প্রতিদিন অফিস শেষে মালিবাগে বাসায় ফিরতাম সন্ধ্যার দিকে।

কোন দিন অফিস থেকে সোজা বাসায় ফিরতাম আবার কোনদিন নিউ মার্কেট / এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেটে যেতাম। একদিন অফিস থেকে বের হয়ে মনে করলাম লেকের দক্ষিন পাশের ফুট ব্রিজ পার হয়ে সুধাসদনের পাশ দিয়ে এলিফ্যান্ট রোডে যাব। তো যেই ভাবা সেই কাজ, লেকের পাশ দিয়ে হেটে যাচ্ছি, এমন সময় দেখি এক জোড়া অতি সুখী ! প্রেমিকযুগল বসে আছে একে অন্যের বাহু বন্ধনে আবধ্য এবং সেইসাথে মেয়েটির ঠোঁট ছেলেটির ঠোঁটে। এটা হয়ত তেমন কোন ঘটনা নয় কিন্তু মেয়েটির মুখের অভিব্যক্তি আমার কাছে খুবই ভাল লেগেছে কয়েক সেকেন্ড সময়ের মধ্যে। অজান্তে অনেক জায়গায় অনেক চুম্বনের দৃশ্য চোখে পড়ে কিন্তু আমার চোখে ধানমন্ডি লেকের চুম্বনের দৃশ্য সেরা !!!!!!!!!!!!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.