আমাদের কথা খুঁজে নিন

   

হোম সিক নাকি মানসিক রোগ!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
আমি জানিনা মানুষ যখন খুব একাকিত্ব ফিল করে তখন যে অস্বাভাবিক খারাপ লাগে তাকে কি হোম সিক বলে নাকি মানসিক রোগ। আমার বেশ কদিন যাবৎ খুব করে মনে পড়ছে দেশের কথা , দেশের মানুষের কথা, মায়ের কথা, ছোট্র মেয়েটার কথা, স্বজনদের কথা আরও কত রকম কত কিছুর কথা। বার বার মনে হচ্ছে এখনও কেন ঘড়ের বাইরে। ঘর ছেড়ে কেন মানুষ বের হয়। কেন মানুষের এত টাকা দরকার।

অনেকেই বলে আরেকটি বছর বিদেশ করে দেশে চলে যাব । আর থাকব না। আর এক যুগ চলে যায় কিন্তু বিদেশ আর ছাড়া হয়না। এমনি করে সারাদিন, রাতের বেশির ভাগ সময় কাটে মাঝে মাঝেই। ভাবনা আসতেই থাকে।

ভাবনার শেষ নেই নাকি জানিনা। মনে পড়ে কিছু দিন আগের কথা। খুব সকালই বের হতে হলো ঘর থেকে। রাস্তায় সিরিয়াস জানজট। একটা বাজে অবস্থা।

যাই বার কাউন্সিলে। যেতে হয় মিরপুরে। তার পড় ভিজিট করি অনেকগুলো হোটেল তার মাঝে, রয়েল পাক‌, ক্রিস্টাল ক্রাওন, লরেল হোটেল, মিরিনো, সিভিক ইন, রিক জিন। আবারও বলতে হয় জানজটের কারনে সকাল থেকে রাত ৯টা পয`ন্ত বাইরে। ছুটিতে এসে এভাবে বাইরে বাইরে থাকতে চাইনি।

ভ্যাকেসানের সময় বউ আর রসমালাই প্রায় একরকমই। তা কেছু করার ছিল না। যত বার সরকার আসে ততবার সরকার জানজটের নিরসনের কথা বলে। বড় বড় আইনের উদাহরন দিয়ে কথা বলে, ফলে কোন কিছু নেই। বত‌`মান সরকারের নিবা`চনী ইশতেহারে অংগীকার করা হয়েছে জানজট নিরসনের ব্যাপারে।

গত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা শহর পরিবহন প্রকল্প হাতে নেওয়া হয়। ২০০৬ সালে বি এন পি সরকারের আমলে ২০ বছর মেয়াদী পরিবহন প্রকল্প হাতে নেয় (এস টি পি) । ২০০৪ সালে ১৪ কোটি টাকা খরচ করে এ প্রকল্পের জন্য। জোট সরকার এবং তত্বাবধায় সরকার পার করে এখন আওয়ামী লীগ সরকারের বেশ অনেক দিন হলেও বাস্তবে কোন কাজ হয়নি। সবই খাল্লি বাল্লি।

মুসল ধারে বৃষ্টি পড়ে বিকেল থেকে। বাসের কাউন্টার গুলো মানুষে ভতি`। আমি ও কাওন্টারের এক কোনায় বেশ অনেকক্ষন দাড়িয়ে ছিলাম। বাসায় এসে জানজটের শহর ঢাকা শহরকে নিয়ে ভাবতে ইচ্ছে হলো। আমি থাকি বিদেশের একটি শহরে ।

কোন জানজট নেই। কেন আমার দেশে ১ কিলোমিটার জায়গা ৩ ঘন্টা লাগবে? কোন সিস্টম কি নেই এই দুনিয়াতে? নাকি কেও আরও জানঝট বাড়াতে চায় তার তেল বিক্রির জন্য নাকি অন্য কোন কারন, নাকি ভোটের সময় রাজনীতিবিদ দের কিছু একটা বলার ইস্যু? আমাদের মত মানুষের বুঝা মুশকিল বা আমাদের বুঝার সাধ্যের বাইরে। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমি আসলে কি দেশে? না, আমি বুঝতে পারি আমি বিদেশে। আরও বুঝার কারন যতবার আমি আমার মেয়েকে ফোন করি ততবার সে বলে বাবা তুমি বিদেশে কেন? আমার সেই হোম সিক আবার আমার সাথে কথা বলছে! আমি হোম সিককে বিষন ভয়পাচ্ছি। আবার আমার সমস্যা হচ্ছে।

আবার আমার কাছে মনে হচ্ছে আমি মানসিক-!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।