আমাদের কথা খুঁজে নিন

   

ভেসে ভেসে গাঙচিল হই ......



দুরে ভাসছে আলো...একবার জ্বলছে....ক্ষয় হয়ে নিভে গিয়ে রঙ ছড়ায়...আঙুল থেকে আঙুল খসে পড়ে বৃত্তবন্দী রঙের চারপাশে খুব যাতনায়! একদিন স্পর্শ ছিলো অনতিক্রম্য স্বপ্নের চেয়েও দূর্লভ...আনকোরা... রঙের পর রঙ ঢেলে শত বৃত্তের মাঝে কোথাও যেন অতৃপ্তির ছাপ খুঁজে পেয়েছিলাম। আমি চেয়েছিলাম একটা শংখশালিকের বুক জুড়ে সমস্ত সকালের আলো এসে পড়বে....খুব ভোরে আমার ম্লান, বিমর্ষ রাত এক নিমিষে উধাও হবে এই দুরাশা নিয়ে অনেক বেদনার্ত সময় পার করেছি আমি ..... দুরন্ত ঘুঙুরের চিহ্ন অবহেলায় হারিয়ে যায় হাজার হাজার বছর আগে...স্বপ্নের আগুনে পুড়ে....কোনো প্রাচীন ধ্বংসাবশেষ থেকে হাড়গোড় দাঁত বের করে রি রি করে হাসতে থাকে........হায়রে মড়া সভ্যতা, নিজের পাঁজর নিজেই টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়েছে মহাকালের জঞ্জালে। আবেগগত দংশনে রুদ্ধ পাথরও খাঁজ কাটে পিরামিডের শরীরে..... একদিন আমিও যেন ছিলাম সেই দহনবিলাসী সভ্যতার কোনো এক কিনারে, যেন মিসিসিপি নদী কেড়েছিল আমার চোখ...বিসর্জনের খেলায় পুড়েছিল আমার সোনাশঙ্খ মন....... তাই ঘুরে ঘুরে গাঙচিল হই.......ঘর বাধিঁ জলে......ডানা মেলি শূন্যতায়.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।