আমাদের কথা খুঁজে নিন

   

হৃদি ভেসে আসে হৃদি ভেসে যায়

শেষ বলে কিছু নেই

হৃদ-নগরে হৃদি ভেসে আসে জোসনা-রাতে: অনেক বাজনা বাজে, উড়ে যায় রাগবিহঙ্গ রাতভ’র পাহাড়ের খাঁজে জমে অনেক ঝরনা-জল ভোররাতে কতটুকু অবশেষ থাকে রাঙা হাতে? ঘৃণার উল্টোপিঠে থাকে কি ভালবাসা? রাঙা আকাশ মাটিকে সটান চুমু খেলেই লজ্জাবতী লতা গোধুলির ঘোমটা টানে; নদীতে ঢেউ আসা মানে কি তার আসা? বলতো বকুল, কার আসার কথা বলছি? পারলে না? হাওয়া গো দখিনা হাওয়া- শিহরণ চিনতে চাইলে নারকেল-পাতা দেখ; ঔ একই কৃষ্ণ-কাঁপনে আমিও যে জ্বলছি ভালবাসার উল্টোপিঠে থাকে কি ঘৃণা? চম্পাকলি সারাক্ষণ হাতের নাগালে থাকে না হৃদ-নগর থেকে হৃদি ভেসে যায় শূন্য হাতে এইসব বিভ্রমে হে সুন্দর, তুমি ম্রিয়মানা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।