আমাদের কথা খুঁজে নিন

   

মোহাম্মাদ (সঃ) এর ইসলাম এবং রাজিবের খুনিদের ধর্ম।

আমি বিশ্বাস করি একজন খাঁটি ইমানদার মুসলিম আস্তিক হয়েও রাজাকারদের মানবতাবিরধিদের ফাঁসি চাওয়া যায়। আমি বিশ্বাস করি যেকোনো অন্ধ ধর্ম বিশ্বাসীর চেয়ে আমি বেশী পুণ্যবান। মুসলিম হিশেবে আমি জানি যে আল্লাহ্‌ তার কোরআনে বা রসূল তার হাদিসের কোথাও তার বান্দা বা উম্মত কে কারো জীবন নেয়ার অধিকার দেয়নি কিছু বিশেষ অবস্থা ছাড়া। ইসলাম ই সেই ধর্ম যে তার অনুসারীদের যুক্তিশীল, পরমতসহিষ্ণু, এবং বিজ্ঞানমনস্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। ইসলাম ই প্রথম মানুষকে চিন্তার স্বাধীনতা দিয়েছে।

নিকষ অন্ধকারেরে ভেতর আলো পথ দেখিয়েছে। ইসলামের হাত ধরে সভ্যতা তার একটা বিশেষ পর্যায়ে উপনিত হয়েছিল। কিন্তু আজ রাজিবকে হত্যার মাধ্যমে ঐ তথাকথিত বিশ্বাসীরা প্রমান করল তারা ধর্মকে ধর্মের জন্য না বরং রাজনীতি বা বেক্তিগত স্বার্থে ব্যাবহার করে। মানুষের বিশ্বাস যখন অন্তর থেকে মগজে চলে যায় তখন সেই মগজ হয়ে যায় যুক্তিশূন্য আর যুক্তিশূন্য মানুষের নিম্নাঙ্গ ও মগজের ভেতর কোন ফারাক নাই। যুক্তিবিবর্জিত শুধু নিম্নাঙ্গবিশিষ্ট মানুষ নামের পশুরা আজ খামচে ধরেচে ধর্মের নিশান।

সব ধর্ম ই আজ রুপান্তরিত হয়েছে স্বার্থ হাসিলের হাতিয়ারে। এই হাতিয়ার এমন এক হাতিয়ার যা দিয়ে যা খুশী তাই করা যায়, ক্ষমতায় যাওয়া থেকে শুরু করে চাইলেই কাউকে আগুনে পুড়িয়ে, শিরচ্চেদ করে, বোমা মেরে, পাথর নিক্ষেপ করে কিংবা রগ কর্তন করে( বাংলা ভার্সন) মেরে ফেলা যায়!!! হায় ইব্রাহিম, মুসা, ঈসা, মোহাম্মাদ এসে দেখে যাও তোমরা কি বলেছিলে আর এরা কি করছে। হয়ত তোমার যুগে এরা থাকলে এরা তোমাদের আনা পরিবর্তন গুলোকেও প্রতিরোধ করত, যদি না পারত তবে আজ রাজিবকে যা করেছে তাই করত। রাজিব তোমাকে যে অনল প্রজ্জলনের জন্য অকালে চলে যেতে হল সে অনল আমরা ছড়িয়ে দেব বাংলার প্রতিটি ঘরে, এ আমাদের প্রতিজ্ঞা যা শেষ রক্তবিন্দু পর্যন্ত রাখব। [আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা চরম ন্যায় বিচারক তিনি এর বিচার করবেন কিন্তু তার আগে দেশের প্রচলিত আইনে রাজিবের হত্যাকারীদের দ্রুত ধরে এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি এবং পুনরায় যেন এই ঘটনার পুনঃরাব্রিতি না হয় রাষ্ট্র যেন তার সর্বাত্মক বেবস্তা গ্রহন করে।

] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.