আমাদের কথা খুঁজে নিন

   

এ মৃত্যুগুলো কেন ঘটবে?



ঘুম থেকে উঠেই যখন পত্রিকায় এইসব খবর পড়তে হয় তখন সত্যিই খুব কষ্ট হয়। চোখের কোণে অজান্তেই দুএক ফোটা জল আসে। কেন এমন হয় ?এই অকাল মৃত্যু গুলো মেনে নেয়া যায়না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূতপা আর একজন ডাক্তারী পাস করা ডাঃ তামান্না কত সুন্দর উজ্জল ভবিষ্যতের হাতছানি ওদের সামনে পাত্রী হিসেবে প্রথম সারির অতচ এদের ভাগ্যটাই সবচেয়ে করুণ। এক অর্থে ওরা বেঁচে যায় মরে যায় পরিবার পরিজনের সারাজীবনের সুখ আনন্দ।

মা বাবা কত আশা নিয়ে মেয়ের বিয়ে দেয় একটা ভাল শিক্ষিত মানমর্যাদা সম্পন্ন পরিবার দেখে কিন্তু ভাবে এক হয় আরেক। কার দোষ দিব ??উচ্চ শিক্ষিত বংশওয়ালা মানুষজন যদি এই সব করে তাহলে আমরা বিশ্বাস করব কাদের কোন ভরসায় তুলে দেব নিজের বোন মেয়ে কে অজানা পথে যেখানে শিক্ষিতের মুখোশধারী পশুরা বাস করে। এই আমাদের শিক্ষার নমুনা। নৈতিকতা মূল্যবোধ কোথায় খুজব বনজঙ্গলে গিয়ে তথাকথিত সমাজের যদি এই হাল হয়। মা বাবা ভাই কে বলিএই সমাজে অর্থবিত্ত শিক্ষার আগে একজন ভাল মানুষ খুজুন আপনার মেয়ে বা বোন কে পাত্রস্থ করার জন্য তাহলে হয়ত ওদের জীবনের পরিনতি সূতপা বা ডাঃ তামান্না র মত হবেনা।

পুরুষগন দের বলি একটা জীবন এত সস্তা না একটা মানুষ মারা শুধু তাকে মারা নয় নিজেকেও মারা নিজহাতে মনূষত্য কে বলিদান করা। আসুন আমরা হত্যা আত্মহত্যার বিরুদ্ধে সোচচার হই। একটা পরিবারের কাছ থেকে তাদের সুখস্বপ্ন ছিনিয়ে না নেই। সুন্দর এই পৃথিবী থেকে অসুন্দর কাজ গুলো পরিহার করি। নিজে সুখী না তাই বলে অন্যের দুখের কারণ না হই।

আমাদের ইচ্ছাই যথেষ্ঠ। ইচ্ছাশক্তির বলে আমরা বদলাতে পারি সব। আসুন সবাই মিলে একটু ইচ্ছাকরি সুন্দর আগামীর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।