আমাদের কথা খুঁজে নিন

   

বেনজোয়িক এসিড খেতে চান? বাজার থেকে একহালি ডিম কিনে নিয়ে আসুন।



ল্যাবরেটরীতে ব্যবহারিক ক্লাসের সময় অতি পরিচিত এই কঠিন পদার্থটাকে খাওয়ার কথা কল্পনাই করতে পারতামনা। যদিও শরীরের প্রতি কেজি ওজনে ৫মিলিগ্রাম দৈনিক সহনীয় মাত্রা বলে রায় দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অন কেমিকেল সেইফটি , তবে সেটা খাদ্য হিসেবে নয় বরং স্বাভাবিক খাদ্যের সাথে ভেজাল হিসেবে। যাহোক কেলাসাকার, সাদা রঙের এই জৈব যৌগটার স্বাদ নিতে চাইলে এখনই বাজার থেকে একহালি ডিম নিয়ে আসুন। আপনার ভাগ্য ভাল হলে আপনার অজান্তেই পেটে এই জিনিসটা কিছু পরিমাণ পড়লেও পড়তে পারে। তবে সেটা দৈনিক সহনীয় মাত্রার বেশি হয়ে গেলে আমি দায়ী নই কিন্তু। বিস্তারিত জানতে চোখ বুলান আজকের আমার দেশের এই কলামে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।