আমাদের কথা খুঁজে নিন

   

গড্ডলিকা তরিকা

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

গড্ডলিকা তরিকা ছেড়ে কাঁটা পথে মোহের কানকোতে ঝুলে থাকবো কাচুমাচু রোদ্দুর খুঁড়ে দেখবো প্রতীক্ষারত পাঁজর দুপাশে রজনীমুগ্ধ নদী আর পথহারাদের হাহাকার বাজতে থাকবে, সেই সাথে বুকের চিনচিন ব্যথার তারগুলো থেকে ঝরতে থাকবে পাখিদের গান আমরা উড়ালবিদ্যার গ্রন্থভূক্তপাতাগুলি ছিড়ে ছিড়ে উড়িয়ে দেবো ফাঁকা আকাশে, মোহনার কাছাকাছি গিয়ে আমাদের বিষাদের ঘুম ভাঙিয়ে আমরা তলাতে থাকবো জলে পাতালের অন্ধলেনে ঘোমটার আড়ালে গিয়ে হাত পেতে চেয়ে নেবো আতাফল, বেহিসেবি খাতার পৃষ্ঠাগুলো ভরিয়ে তুলবো জোছনাভেজা মাঠে গণ্ডিবদ্ধ শহুরী ফুটপথে তীরবিদ্ধ পাখিদের আর্তস্বরে ভরে উঠবে বার্তাকক্ষ, আমরা পাতাল থেকে শুনতে থাকবো কাঁটাপথের সুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।