আমাদের কথা খুঁজে নিন

   

স্বরবৃত্তে তোমার অক্ষরবৃত্তের ঢং

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

স্বরবৃত্তে তোমার অক্ষরবৃত্তের ঢং শাফিক আফতাব.................. আজকে তোমায়/ গন্ধ দেবো /ছন্দ দেবো /মন্দ হবে/না তুমি যদি/ ভাসতে ভালো/ জ্বালতে আলো /মন্দ হতো /না। যদি পারো/ জ্বালিয়ে দিও/ সন্ধ্যা তারার/ দীপ আজকে তুমি/ খুলিয়ে রেখো/ তোমার মাথার/ ক্লিপ।

এলোচুলে/ মনের ভুলে/ ছড়াও যদি/ আজ ভুলেই যাবো/ স্বর্গে যাবো/ ভুলেই যাবো/ তাজ আজকে তুমি/ ছন্দ দিও/ গন্ধ দিও/ মন্দ বলো/ না তুমি ছাড়া/ কে আছে আর/ ওরে লক্ষ্মী/সোনা। তুমি আবার/ নিবিড় হয়ে/ গভীর হয়ে/ পাগল করো/ মোরে তোমার তরে/ মরেই গেলাম/ বিশাল ম্যাদি/ জ্বরে তুমি যদি/ খুলিয়ে ধরো/ তোমার জলের/ প্রপাত তাতেই আমি/ বাঁচবো জানি/ হাসবো জানি/ ওটাই দুধের/ ভাত রাগ করোনা/ লক্ষ্মীসোনা/ নিবিড় মেলো/ আজ তোমায় নিয়ে/ পালিয়ে যাবো, ফেলে যত/ কাজ। ৩১.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।