আমাদের কথা খুঁজে নিন

   

স্বরবৃত্তে ব্যর্থ প্রেমের পাঁচালি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

স্বরবৃত্তে ব্যর্থ প্রেমের পাঁচালি শাফিক আফতাব................. আমার এখন কী আছে করার, বলো, আমার এখন চোখ দুটি ছলোছলো। আমার এখন দুঃখে ভরা রাত, বিরাণ সময় নাই বৃষ্টিপাত__ আমার এখন দৈন্যদশায় ভাই, দিন কাটে তাই পেট পুরে না খাই, আমার এখন উপায় নেই তো কোনো, বলিরে ভাই রে শুনবে যদি শোনো।

একটি ছিলো পরীর মতোন মেয়ে, প্রেম নেমেছিলো চোখের তারা বেয়ে__ তারি প্রেমে অন্ধ হলাম তাই, রেস্ট্রি ডাকে প্রেমপত্র পাঠাই। প্রেম করে ভাই সময় চলে গেলো, বেকার থেকে জীবন বুড়ো হলো, দেশে তখন বেকার সমস্যা ভাই__ তখন আবার আমার সাধ্য যাই, মেধাও নাই টাকাও নাই চাকরি না তো হলো, আমার তখন কী অার করার ছিলো ? মনে আমার সেই দুঃখ ভাই, প্রেমিক আমার বাংলাদেশে নাই__ এখন সে ভাই এ্যামরিকাতে থাকে, আমি এখন কিন্তু ভাই জীবনবিপাকে। দুঃখ নাই কষ্ট নাই, সেই তো ভালো থাক__ নিভৃতে মনটি আমার অশ্রু ঝরে যাক। আমার তখন কী আর করার ছিলো ! আমার এখন কী আর করার বলো ! আমার এখন চোখদুটি ছলো ছলো__ কী এখন করার আছে বলো ? ০৭.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।