আমাদের কথা খুঁজে নিন

   

সুয়োমি নামের দেশে (Suomi)-১

নিজেকে নস্টালজিক করিবার টুলস বিশেষ মাত্র

নানা মুনির নানা মত থাকতেই পারে। কিন্তু কোন বাংগালীকে স্পেনে ৬মাস & ফ্রান্সে ৫মাস থাকার পরে যদি জিজ্ঞেস করা হয় ফিনল্যান্ডে এসে কি সবচেয়ে বেশী ভালো লাগছে? আমি নিশ্চিত সে বলবে "লোকজনের ইংলিশে কথা বলতে পারা"। মানুষ কথা বোঝে না , আর আমি তো বুজিই না এ যে কত কষ্টের সেটা বুঝতে হলে আপনাকে যেতে হবে স্পেন/ ফ্রান্সে। (যদি না আপনার ঐ ভাষা আগে থেকে রপ্ত করা থাকে অথবা ভাষা শেখার যাদুর কাঠি না থাকে!) আমার ছোট্ট সিটির নাম ঈউয়েন্সু (JOENSUU )। উচ্চারনটা কিন্তু এরকমই করে।

'J' কে ঈঊ এর মত করে। আমার বলার কারন খুব আপন লাগে । ছিমছাম পিচ্চি হলেই মোটামুটি সব আছে। JOENSUU এর মানে হল নদীর মুখ, নদীর নাম Pielisjoki । বসবাস করা লোকজন সব মিলে 72,167 (June 30, 2009)।

এক্সচেঞ্জ স্টুডেন্ট হবার কারনে ডিপার্টমেন্টের সামনেই বাসা পেয়েছি। ১মিনিটো লাগে না ক্লাস এ যেতে। ঃ-) । ৮টায় ক্লাসেও আমি টাইম মত যাই !! ভার্সিটি এর নাম ইউনিভার্সিটি অফ ঈউয়েন্সু । কম্পিঊটার সায়েন্স ডিপার্টমেন্ট-এর লোকেশন সায়েন্স পার্কের ভিতরে।

অনেক অনেক কোম্পানী এখানে কাজ করে। ডিপার্টমেন্টের সাথে ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন অনেক। ভালোই লাগে। মাস্টার্স এর থিসিস খুজিতেছি। পাগলা কুত্তার মত।

বাট আশার আলো জ্বলে নাই এখোনো! দোয়া রাইখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।