আমাদের কথা খুঁজে নিন

   

সুয়োমি নামের দেশে (Suomi)-৩

নিজেকে নস্টালজিক করিবার টুলস বিশেষ মাত্র

প্রথম মাস শেষ হতে চলেছে। এ মাসের ৩ তারিখে বাংলাদেশ থেকে আসার ১মাস পূরন হয়েছে অথচ মনে হচ্ছে কয়েক যুগ আগে দেশ ছেড়েছি। সময় পারই হচ্ছে না। কারন মনে হয় কোর্সওয়ার্ক এর প্রেশার কম থাকা। এখন হাতে এক গাদা রিপোর্টের কাজ জমা পড়ে আছে।

আশা করছি ডিসেম্বরটা তাড়াতাড়ি চলে আসবে। মাস্টার্স এর থিসিস এর কোন নাম নিশানা পাচ্ছি না। এই ফিনল্যান্ডেই থেকে যাব ভাবতেছি। মাঝখান দিয়ে ফেঞ্চ রেসিডেন্স পারমিট করাতে গিয়ে ৩০ ইঊরো অলরেডি শ্যাষ মাস্টার্স এর থিসিস এর জন্য ২রাঊন্ড ইন্টারভিঊ দেয়া হয়েছে। প্রথমে ১ ঘন্টা ৩২ মিনিট আর পরেরটা ২১মিনিট।

এই সপ্তাহের ১৯তারিখে রেজাল্ট জানাবে। দোয়া রাইখেন সবাই। নিজের জন্মদিন পালন করা টাইপ মানুষ আমি না তাও সাথের ইরাস্মাসের ফ্রেন্ডরা যখন কেক নিয়া রুমে হাজির তখন আর না বলি কি করে বলেন? সাঊনা তে ইঊজড টু হয়েছি শুনে জার্মান ফ্রেন্ডরা আমারে সাঊনা ফ্রেগ্রেন্স উপহার দিছে, সাথে একটা টাওয়েল। গুগল থেকে খুজে বাংলায় লিখে আনছে "শুভ জন্মদিন"। আমি তো আকাশ থেকে পড়ছি।

বেস্ট বার্থডে গিফট এভার!! আজ গেলাম । আবার পরে কথা হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।