আমাদের কথা খুঁজে নিন

   

কফি হাউজ,কলকাতা



মান্না দে'র বিখ্যাত গান ''কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই''মোটামুটি সবার ই শোনা আছে। কলকাতা যাওয়ার আগে আমার এক বন্ধু বলেছিল কফি হাউজটা দেখে এসো,অন্যরকম একটা অনুভূতি হবে।কলকাতা পৌছার পরদিন হোটেল ম্যনেজার এর কাছ থেকে জেনে নিলাম ঠিকানা টা।ঘুম থেকে উঠেই রওনা হলাম,অটোতে করে যাওয়া যায় নিউ মারকেট থেকে ১৫-২০মিনিট লাগে,কিন্তু কলকাতার ঐতিহ্যবাহি ট্রাম চড়াটা মিস করতে চাইলাম না।ছোটবেলায় আমার নানার কাছে এই ট্রামের গল্প কত শুনেছি,যাই হোক দিনটা ১লা মে,সব কিছু বন্ধ,রাস্তায় লোকজন খুবই কম ট্রামগুলো সব ফাকা..মনে হচ্ছিল পুরো ট্রামটাই আমি একা ভাড়া করে যাচ্ছি।আধ ঘন্টার মদ্ধেই পৌছলাম কলেজ স্ট্রিট একটু সামনে এগোতেই চোখে পড়ল দোতলায় টানানো''কিফ হাউজ''সাইনবোর্ড টা।ভেতরে ঢুকলাম কেমন জানি একটা ঠান্ডা পরিবেশ,একটা চেয়ার টেনে বসলাম অজান্তেই চোখে ভাসতে লাগল নিখিলেশ,ডি সূজা,রমা রায় ,অমল,সুজাতা.....কেমন করে জানি একটু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম ধূমায়িত কফির আড্ডায়..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।