আমাদের কথা খুঁজে নিন

   

আবার ভারত-পাকিস্তান ক্রিকেট!



আমি তখন খুব ছোট। ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি। আমাদের এলাকা হিন্দু অধ্যুষিত হওয়ায় ভারতের সমর্থক একটু বেশিই। আমার বন্ধুদের অনেকেই আবার হিন্দু। তাদের সঙ্গে যোগ হতো মুসলিম ভারতীয় সমর্থক।

আমি দেখেছি তখন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে কি উত্তেজনা। বিশ্বকাপ এলে তো এর রেশ পাওয়া যেত আরও বেশি। কে বিশ্বকাপের ফাইনালে যাবে সেটা একরকম নিশ্চিত করে দিত দুই দলের সমর্থকেরা। পারলে ওরাই যেন গিয়ে মাঠে খেলে দিয়ে আসে। স্কুল মাড়িয়ে কলেজে এসেও দেখেছি মেসের বন্ধুদের এই ম্যাচ নিয়ে উত্তেজনার ফুলকি।

বিশ্ববিদ্যালয়ে হলেও দেখেছি দুই দলের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা। আমি নিজেও এক দলের সমর্থক। কোন দল বলব না। তবে আমার ভেতরেও ম্যাচের আগে জ্বলে ওঠে হাজার পাওয়ারের বাল্ব। আমি তো ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখার জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকতাম।

পাচদিন ধরে দুই দল মুখোমুখি। কি দারুণ রোমাঞ্চকর ব্যাপার! সীমান্তে যুদ্ধের জন্য একবার ১৯৮৯-১৯৯৯ (দশ বছর) কোনো দল মুখোমুখি হয়নি। এরপর আবার খেলা হল। আবারও দুই দেশ রাজনৈতিক টানাপোড়েনের কারণে খেলা বন্ধ রেখেছিল ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত। একই কারণে এখনও দুই দেশের বাইলিটারেল সিরিজ বন্ধ।

আগামীকাল আবার চ্যাম্পিয়নস ট্রফিতে নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি দুই দল। কে জিতবে জানিনা। তবে যুদ্ধের দামামা আর বারুদের গন্ধ এরই মধে টের পেতে শুরু করেছি। মিডিয়াতে উঠেছে হাইপ। পাকিস্তান-ভারত ওয়ানডে লড়াইয়ে এ পর্যন্ত দু-দল মুখোমুখি হয়েছে মোট ১১৭ বার।

এর মধ্যে পাকিস্তান ৬৮ বার জিতেছে, ভারত ৪৫বার। ম্যাচে কোনো রেজাল্ট হয়নি বাকি চারটিতে। আগামীকাল সন্ধ্যা ৭-৩০ মিনিট বাংলাদেশ টাইমে খেলা শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে স্টার ক্রিকেট ও সুপার স্পোট ২ চ্যানেল। অন্য ওয়ানডে ম্যাচে আগের মতো উত্তেজনা আছে কি নেই সেটা পরের ব্যাপার কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের আবেদন যে এতটুকু কমেনি সেটা বোঝায় যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.