আমাদের কথা খুঁজে নিন

   

চৈতী একদিন বৃষ্টি হতে চেয়েছিলো

অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

স্কুলে এখন গরমের ছুটি। ছোট ছোট বাচ্চাদের জন্য বিকেলগুলো যেন বাঁধাহীনভাবে আকাশে উড়ে বেড়ানো একটা ঘুড়ির মত। চৈতী জানালা দিয়ে বাইরে তাকায়... বাচ্চাগুলোর মনে যেনো আজ একটু বেশিই রঙ লেগেছে। চৈতী মুচকি হেসে জানালা থেকে সরে আসে। ইজি চেয়ারে দুলতে দুলতে চোখ বন্ধ করে গান শুনতে থাকে... "প্রমোদে ঢালিয়া দিনু মন তবুও প্রানো কেনো কাঁদেরে চারিদিকে হাসিরাশি তবুও প্রানো কেনো কাঁদেরে" Click This Link হঠাৎ ছোট ভাইয়া ঘরে এসে হুলস্থুল করে কি যেনো খোঁজতে থাকে।

চৈতী: কিরে কি খুঁজিস? ভাই: দিদি একটা সুতো দাওনা। চৈতী: কেনো? ভাই: ফড়িং বাঁধবো। চৈতী: ওমা! কি সাংঘাতিক! ফড়িং ব্যাথা পাবে না! ভাই: এই খেলাতে অনেক মজা দিদি। দাও না সুতো। ফুলের মত ছোট ছোট নিঃষ্পাপ বাচ্চাগুলোও এখন কত সহজে নিষ্ঠুর কাজ করে মজা পাওয়ার জন্য! চৈতী দীর্ঘশ্বাস ফেলে।

মন খারাপ নিয়ে পনেরো তালা বিল্ডিংয়ের ছাঁদে চলে যায় চৈতী আকাশ দেখার জন্য। এত উচুঁতে উঠেও আকাশটাকে এতটুকুও কাছের মনে হয়না। মনে হয় আকাশটা যেনো দূরে বহুদূরে চলে যায়। চৈতীর ভীষন মন খারাপ হয়। মুঠোর মধ্যে ধরে রাখা ফোনটা হঠাৎ সতেজ হয়ে উঠে.... "নীল নীল আকাশে কাছে আজ যাওয়া চাই স্বপ্নের রঙে আজ মনে রঙ মাখা চাই সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও উদাসীন থেকো না সাড়া দাও..." Click This Link বেজে বেজে একসময় ক্লান্ত হয়ে থেমেই গেলো।

মানুষটার সাথে চৈতীর আর একুশ দিন পর বিয়ে হবে। মানুষটার এটা দ্বিতীয় বিয়ে হবে....বউয়ের সাথে বনিবনা হয়নি। প্রথমবার যেই সম্পর্ক টিকিয়ে রাখা যায় নি, কি করে দ্বিতীয়বার সবকিছু আবার নতুন করে শুরু করলে ঠিক হয়ে যাবে! চৈতী আকাশের দিকে তাকায়। চৈতী একসময় পাখি হতে চাইত...আকাশের অনেকটা কাছে যেতে চাইত। কিন্তু যত উপরেই উড়ে যাওয়া হয়না কেনো আকাশ ততই যেনো আরো দূরে সরে যায়...পাখি আর আকাশের বুকে কখনোই ঠাঁই পায় না।

তবে চৈতী বৃষ্টি হতে চায়। কিন্তু যার সাথে বিয়ে হতে যাচ্ছে সেই মানুষটা বৃষ্টি পছন্দ করে না। চৈতী বৃষ্টি হতে চায়...সিক্ত হতে চায়। বৃষ্টিতে আজকের বাচ্চারা ঘরের বাহির হবে না। সেদিন ফড়িংগুলো মনের সুখে উড়ে বেড়াবে।

আর একটা বৃষ্টি পাগলা বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যাবে...বৃষ্টিকে আদর করে জড়িয়ে নিবে। একটা দিন হতেওতো পারতো শুধু চৈতীর, বৃষ্টি পাগলার, আর ফড়িংয়ের। একেকটা দিন তোমার আমার একেকটা দিন ওদের একেকটা দিন মেঘ-বৃষ্টির একেকটা দিন রোদের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।