আমাদের কথা খুঁজে নিন

   

চৈতী লগ্ন

বসন্তের কোমল ফাগুন থামিয়ে স্বরাশ
উঞ্চ তাপের আবির ঝরা এলো চৈত্র মাস।

ঝক ঝক গগন রাঙ্গা কিরণ সারাক্ষন
প্রখর রোদে তপনসারে মাটির পিয়াস।
দগ্ধ ভূমী উদাসচোখে চাহে আকাশ পানে
বিন্দুজল তৃষ্ণায় মাগে নীলাভার কাননে
তপ্ত রোদের ব্যপ্ততা মাটির তুষা ত্রাস-
উঞ্চ তাপের আবির ঝরা এলো চৈত্র মাস।

বইছে হাওয়া ঢুলন নেশা ছড়িয়ে ঘন-ঘন
ক্লান্তি ভারে ঝিমিয়ে আছে সজীব সবুজ বন
দীঘির নিতল জল কুমারি ধুপে কাতর
প্রাতের ফুটা নীলোত্পল ব্যথায় বিরল-
টগর চাঁপা বেল চামেলি শাখায় উদাস-
উঞ্চ তাপের আবির ঝরা এলো চৈত্র মাস।

তৃষ্ণনা প্রাণে বিশ্রাম পোষে বনে কুজন
বৃক্ষ ছায়ায় জল হাঁসগুলো ঘুমে চেতন
কপোত বসে চবুতারায় বুনে কথন
মহিষেরা জলে নেমে দোলে দোলন
ফাঁকা মাঠে রোদ্র তাপায় বয়ে উল্লাশ -
উঞ্চ তাপের আবির ঝরা এলো চৈত্র মাস।

চৈতি হাওয়ার গুমর ভারে দোলছে ধুসর
ব্যপ্ত রোদে উঞ্চ তাপে ঝরছে কেশর
মৌ্মাছিরা বুনছে মধু স্তুপে মৃদু
তৃষ্ণনায় কুঁড়ে গেলাস ভরে গৃহ বধূ
তরাসে তা পানে মেটায় আপন পিয়াস-
উঞ্চ তাপের আবির ঝরা এলো চৈত্র মাস।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।