আমাদের কথা খুঁজে নিন

   

ধরেন এট্টা ধাঁধা (অতি সামুয়িক পুস্ট আছিল, শয়তানের অনুরুধে ইস্থায়ী হৈল।)

নামগোত্রহীন।

ধরেন এট্টা সাপ। রাজনীতি। ধরেন আরেট্টা সাপ। অর্থনীতি।

ধরেন দুইটা দুইটারে গিইলা খাইতাসে। লেজর দিক থাইকা। তাইলে কি দাঁড়াইব, কনতো? আইচ্চা কিছু ক্লু দেই। দর্শন হৈব? না, দার্শনিকদের বস হেগেল কইসে: যেমন রাজা, তেমন প্রজা। মানে রাজনীতি আর অর্থনীতি আলাদা হৈতে পারে না।

মেটাফিজিকস্? না, তাদের এক গুরু খলদুন কইসে: উৎপাদনের ধরনের বাইরে সমাজ হৈতে পারে না। রাষ্ট্রবিদ্যা? না, অ্যারিষ্টটল তো কয়াই দিসে: ধুর কি কয়া দিসে তার কি কাম। আর ক্লু ম্লু দিবার পারুম না। এইটা দর্শন না, রাষ্ট্রবিদ্যা না, মেটাফিজিক্সও না, ফিজিক্স যে না, তা তো বুঝতেই পার্তেছেন, কুইনছেন দেহি এইটা কি? মুনশীয়ানা সঠিক উত্তর দিয়েছেন। মুনশীয়ানা সঠিক উত্তর দিয়েছেন।

মুনশীয়ানা সঠিক উত্তর দিয়েছেন। তাহাকে ব্লগীয় অভিনন্দন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.