আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ আওয়ামীলীগের উপর ভরসা রাখেন এবং ধৈর্য্য ধরেন।দেশে চূড়ান্ত শান্তি আসবেই।

নি:সঙ্গ নাবিক মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে যেদলটি এদেশকে স্বাধীন করেছিল তার নাম বাংলাদেশ আওয়ামীলীগ। স্বাধীনতা পরবর্তী সময়ে যে দলটি সবচেয়ে বেশী হত্যা নির্যাতনের স্বীকার হয়েছে সে দলটিও হল বাংলাদেশ আওয়ামীলীগ। কিন্তু তার জবাবে কখনও সে ক্ষমতা পেয়েও প্রতিশোধের রাস্তা বেছে নেয়নি। বরং সবসময় হত্যাকারী অপরাধীদের আইনের আওতায় এনে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলার মডেলের উপর দৃঢ় আস্হা রেখেছে। কিন্তু এরপরেও বিরোধীরা আওয়ামীলীগের উপর অত্যাচার করতে দৃঢ়প্রতিজ্ঞ।

কি তাদের দোষ?তারা মুক্তিযুদ্ধে নেতৃ্ত্ব দিয়ে এদেশকে স্বাধীন করেছে বলেই কি তাদের উপর এত রাগ? বিশ্লেষণে দেখা যায় তথাকথিত জাতীয়তাবাদীদের কিছু শীর্ষ রাজাকার নেতারা আর জামায়াতের সরাসরি যুদ্ধাপরাধী কমান্ডাররা দেশবিরোধীতা আর বিশ্বাসঘাতকতার গালি খেতে খেতে এতটাই সম্মান হারিয়ে ফেলেছেন এবং এতটাই মানসিক অন্তর্গতভাবে অনুশোচনায় ভোগেন যে তা দমিয়ে আওয়ামীলীগকে মোকাবেলা করতে তাদেরকে ভারতের দালাল,ব্লাডী লেফট উইং এসব বিশেষণে বিশেষায়িত করতে পিছপা হয়না। তারা ঠিক একই কারণে দেশপ্রেম কি জিনিস তাই ভালো করে বোঝেনা। এটিই তাদের ছাগু বলে গালি দেওয়ার কারণ। যারা মনে করেন আগামী টার্মে বিএনপি ক্ষমতায় আসবে তারা আসলে বোকার সাগরে বাস করেন। আগের মত অল্টারনেট পালাবদল এবার আর হচ্ছেনা।

মার্কিন মুলুকে বুশ পরপর দুই টার্ম,ওবামা পরপর দুই টার্ম,ভারতে কংগ্রেস পরপর দুই টার্ম তেমনি বাংলাদেশেও আওয়ামিলীগ পরপর দুই টার্মে জিতবে। এদেশের ৪৮ শতাংশ মানুষ মনেপ্রাণে বাংলাদেশ আওয়ামীলীগকে ভালোবাসে। এছাড়াও সর্বগ্রাসী দুর্নীতি দমন করে এদেশকে একটি অর্থনৈতিক চালিকাশক্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করার কারণে আগামী সংসদ নির্বাচনের পর চমকপ্রদভাবে বাংলাদেশ আওয়ামিলীগ আবার ৫ বছরের জন্য ক্ষমতায় চলে আসবে। মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রেখে তাই এযুগের মুক্তিযোদ্ধাদের দ্বায়িত্ব চোখ কান খোলা রাখা এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করা। এটা আমার একটা পূরাতন ফেসবুক স্ট্যাটাস।

আসলে ফটিকছড়িতে যা ঘটে গেল তার জন্য মনখুলে কিছুই বলার নেই। শোক শক্তিতে পরিণত হোক। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.