আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের ছুটি কি বাড়ানো উচিত নয়?

লিখতে তো দেখি ভালোই লাগে.......

ঈদের ছুটির পর আজ প্রথম অফিসে এলাম। কিসের উপর যেন ঈদের ছুটিটা কেটে গেল। মনে হচ্ছে আর ২টা দিন ছুটি পেলে বেশ হতো। গতকাল অলিখিত ছুটি কাটিয়ে নিয়েছি কিন্তু আজ আর সাহস পেলাম না। ছুটিও নেয়নি।

ভেবেছিলাম বুধবার তো সরকার ছুটি দিয়েই দিয়েছে, বৃহস্পতিবার একদিন হয়ত কেউ আসবেনা। তাই সমস্যা হবে না। কিন্তু সেখানেও নাকি শর্ত ছিল পরে জানতে পারলাম। হায়রে বছরে একটি বার ঈদ আসে সেখানেও ছুটি দিতে শর্ত দিতে হয়! আমার মনে হয় ঈদের ছুটিটা হওয়া উচিত কমপক্ষে ১ সপ্তাহ। কারণ এতো আনন্দের ঈদ বছরে মাত্র একবার আসে।

ঈদ সবার কাছেই অনেক প্রতিক্ষীত। অধিকাংশই যায় নিজের বাড়িতে ঈদ করতে। অনেকই অনেক পথ পাড়ি দিয়ে শুধু মাত্র ঈদের আনন্দ শেয়ার করতে যায় নিজের আপন ভুবনে। অথচ ঈদের ছুটি মাত্র ৩ দিন। আসা যাওয়া করতেই তো লাগে ২ দিন।

এবারের ছুটিটা হয়তো একটু ভালো ছিল। কিন্তু সব সময় তো আর এমন হবে না। অনেকেই হয়ত ছুটি নিয়ে নেয়। কিন্তু সবাই তো আর ছুটি পায় না। ঈদের পর এমন কোন কাজ হয়না যে ঔ কাজ না হলে বাংলাদেশ রসাতলে যাবে।

ব্যবসা বাবিজ্যও এসময় কমে যায়। দুই দিনে বাংলাদেশ কাজ কিংবা উন্নয়নের জোয়ারে ভেসে যাবে না। উন্নত দেশ গুলোতে বড়দিন উপলক্ষ্যে টানা ১ সপ্তাহ বন্ধ থাকে (আমার জানা মতে)। ওদের উন্নয়ন কিন্তু থেমে নেই। তাই ঈদের ছুটি আর দুটা দিন বাড়ানোতে আমি কোন সমস্যা দেখিনা।

আপনারা কি মনে করেন? এখনও সব জায়গায় ঈদের আমেজই কাটেনি। মানুষের বেড়ানোর নাই জুড়ি। অথচ আমি অফিসে বসে আছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে থাকতে বুঝিনি। ওখানে লম্বা ছুটি পাওয়া যায়।

কিন্তু এখন চাকরী করতে এসে অনুভব করছি ঈদ এবং ছুটি কি জিনিস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.