আমাদের কথা খুঁজে নিন

   

আমার সারাটাদিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

নীলাঞ্জনা, আজ আমার এখানে এখন ঝুমঝুম বৃষ্টি পড়ছে। ঘুম থেকে উঠেই যখন অভ্যাসবশতঃ জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এলেই কেন যেন তোমার কথা মনে পড়ে যায়। আকাশ ভেঙ্গে যখনই বারিধারা বর্ষিত হয়, তখনই মনে হয় দূরের এক পরবাসের এক কোণে বসে তুমিও হয়তো দু’চোখ বেয়ে অশ্রু ঝরাচ্ছো, হৃদয় নিংড়ে বেরিয়ে আসা জমাটবাঁধা কষ্টগুলো ঝরঝর বৃষ্টির মত ঝরছে তোমার দু’চোখ বেয়ে।

আজ আকাশটা সকাল থেকেই মেঘলা হয়ে আছে। মেঘলা আকাশ দেখতে ভাল লাগেনা, মনটা কেমন যেন উদাস করে দেয়। আকাশকে আমার তোমার মুখের মতই মনে হয়, মেঘলা আকাশ দেখলেই তোমার ঘোর অমানিশার মত মুখের ছবিটা মনে পড়ে যায়, মনে হয় এই বুঝি ঝুমঝুম করে তোমার দু’চোখ বেয়ে অশ্রু ঝরবে, ঠিক যেমন করে মেঘলা আকাশে অঝোর ধারায় বৃষ্টি নামে। শ্রীকান্তের সেই গানটা বৃষ্টি এলেই তাই গুনগুন করে গাইতে ইচ্ছে হয়, “আমার সারাটাদিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। ” নীলাঞ্জনা, আমি চাইনা এমন মন খারাপ করে থাকতে, মেঘলা আকাশে এমন উদাস হয়ে থাকতে।

মেঘলা আকাশটুকু শুধু আমারই থাক, আকাশ বেয়ে নেমে আসা অবিরাম বর্ষণটুকু নাহয় তুমি নিও, কিন্তু সেই বর্ষণ যেন শুধু আনন্দের অশ্রুই হয়, তোমার চাঁদের মত মুখে কষ্টের অশ্রু মানায়না। ভালো থেকো নীলাঞ্জনা। সাগর

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।