আমাদের কথা খুঁজে নিন

   

নষ্টালজিক ঈদ

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

গতকাল ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ব্লগারদের একের পর এক ঈদের শুভেচ্ছা জ্ঞাপনমূলক পোষ্ট আসছে। পোষ্টগুলোর অনেকগুলোই আবার ছোটবেলার ঈদ উদযাপনের স্মৃতি নিয়ে, যেসব স্মৃতির অধিকাংশই হাহাকারময়। জীবনের নানা ঝামেলায় এমনিতেই মনটা ভারাক্রান্ত, তারউপর এইসব স্মৃতিচারণমূলক ঈদের পোষ্ট পড়ে মনটা আরো ভার হয়ে আছে। নিজেও নষ্টালজিক হয়ে পড়ছি, ছোটবেলায় হৈ-চৈ করে পালন করা ঈদের কথা মনে পড়ে যাচ্ছে, পরিবারের সকলে মিলে, বন্ধু-বান্ধবদের ভীড়ে পালন করা সেসব ঈদ যদি আবার ফিরে আসত, বারেবারে সেই ইচ্ছেটাই শুধু জাগছে মনে।

কিন্তু চাইলেই তো আর সেই স্বর্ণালী অতীতে ফিরে যাওয়া যাবেনা, পাবো না পরিবারের সকল সদস্যদের সাথে মিলে ঈদ করার আনন্দ, নেই বন্ধুদের আড্ডায় পার করা চিরচেনা সেই পরিবেশ। ভোরে ঘুম থেকে উঠেই মনটা ভয়াবহ রকমের বিক্ষিপ্ত হয়েছিল। তারপর ভাবলাম, এই একটা দিন একটু চেষ্টা করে দেখাই যাকনা পুরানো সেই স্মৃতিগুলো ভুলে হাসিখুশী থাকা যায়কিনা!!! তাই উঠে প্রথমেই মা'কে ঈদের শুভেচ্ছা জানালাম। একটু পর গোসল করে ঈদের নামাজ পড়তে যাব। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

জানি সম্ভব নয়, তারপরও কামনা করি ছেলেবেলার সেই উচ্ছলতার কাছাকাছি পরিমাণ হলেও তেমন আনন্দে ভরপুর হয়ে উঠুক সবার ঈদের দিনটা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.