আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা মরুর দেশের নষ্টালজিক হাতছানি

জীবিকার প্রয়োজনে এদেশ থেকে বেশ কিছুদিনের জন্য গিয়েছিলাম বিদেশে। মরুর বুকে গড়ে উঠা সুউচ্চ নয়নাভিরাম ভবন আর বালু তুলে গড়া কৃত্রিম দ্বীপের দেশে কয়েকটি বছর কাটিয়ে হাঁপিয়ে উঠেছিলাম যেন। প্রিয় মাতৃভূমি আর প্রিয়জনদের মুখমন্ডল মনে করে হঠাৎ চলে এলাম। পাথর, বালু ,গনগনে সূর্য, আকাশ ছোঁয়া ভবনগুলো, জীবন নিয়ে ব্যস্ত মানুষগুলো ছেড়ে চলে এলাম, চলে এলাম একেবারে। হর-আল-আঞ্জ এর গলি, শারজাহ্ বুহাইরা কার্ণিশ এর খেঁজুর গাছ ঘেষা লন, জাবেল আলির প্রশস্ত রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে মেট্রোরেলের পিলার গুনতে থাকা, রাস-আল-খাইমার অন্ধকার রাস্তায় হেটে যেতে যেতে চাঁদের সাথে কথোপকথন, নাইফ রোডের আল ফুতাইম মসজিদের সামনে বাসের অপেক্ষায় দাড়িয়ে থাকা কিংবা রোলা’র শুক্রবারের আড্ডার গুঞ্জরণ এখনো যেন সজীবতায় কড়া নাড়ে মনের দোরে। কৃত্রিম শহরের স্মৃতি এখনো মনের কোনে এতো স্পষ্ট অনুভবে দীপ্যমান হয়ে থাকবে তা সে দেশটা ছাড়ার আগে ভাবিনি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।