মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।
আকাশজুড়ে সবুজ ঘাস
হাতের মুঠোয় উল্টো আয়না।
আয়নাজুড়ে বৃষ্টির ছাঁট
বৃষ্টির ফোঁটায় মাছের আঁশ।
নদীতে আজ সবুজ পাখি
পাখির ঠোঁটে কালচে পাতা
পাতায় বসা পিপড়ে
পিপড়ে কাঁধে মস্ত বোঝা।
মাঠের মাঝে লাল ব্যাঙ
ব্যাঙের সাথে মৌমাছি
মৌমাছির মুখে গোলাপের মধু
গোলাপ বাগানে গাছ কাটে বনমালি।
বনমালি আর গাছ কাটে না, কাজ খোঁজে।
সামনে একটুকরো বাগান নেই
লাগোয়া বাড়ি, সারি সারি
হাত বাড়ালে ছোঁয়া যায় অন্যের জানলার কার্নিশ;
সূর্য দেখে না বনমালি বহুদিন,
ঘুম থেকে উঠেই লাইট জ্বালে, টিউবলাইট কিংবা
এনার্জি সেভিং লাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।