আমাদের কথা খুঁজে নিন

   

টিভিতে এত এত খবর, বিনোদন কই?

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

আমাদের দেশে এখন প্রায় এক ডজন বাংলা টিভি চ্যানেল আছে। কিন্তু সবগুলোতে শুধু খবর আর খবর। বিনোদন মূলক কোন অনুষ্ঠান নাই। একসময় বাবর, এম এ আজিজরা বিনোদন দিত, এখন মাঝে মঝে সাকা সেই বিনোদন দেয়। সবতো খবরে।

খাটি কোন বিনিদনমূলক অনুষ্ঠান কি আমাদের দেশে হয় না। অন্তত কিছু নাটকতো দেখানো যেতে পারে। নাটক হয় বটে তবে সবগুলো ধারাবাহিক, এক পর্বের কোন নাটক দেখায়ইনা। মনে পড়ে একসময় দেশে বিটিভি ছাড়া কিছু ছিল না। তখন সপ্তাহে একটি করে সাপ্তাহিক নাটক হতো যা ছিল এক পর্বের একটি নাটক।

সেটি এত জনপ্রিয় ছিল যে নাটকের দিন কেউ নাটক মিস করতে চাইত না। আমরা যারা খেটে খাওয়া লোক তাদের পক্ষে সম্ভব নয় নিয়োমিত ধারাবাহিক নাটক দেখা। আমি হিন্দি চ্যানেল দেখতে চাইনা । প্রতিদিনা বাসায় যেয়ে বাংলা চ্যানেল ছাড়ি কিন্তু ৩০ মিনিটের মধ্যেই হিন্দি চ্যানেল ছাড়তে হয়। কারন বাংলা চ্যানেলে খবর ছাড়া কিছু হয়না।

এক খবর কয়বার দেখা যায়। আর সব চ্যানেলে খবর দেখানো দরকারটিই বা কি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।