আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা


আজ ২৬ রমজান, পবিত্র শবেকদর পালিত হবে আজ রাতে। সারা বিশ্বের মুসলমানদের মত বাংলাদেশের মুসলমানেরা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে সারারাত ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করবে মহিমান্বিত এ রাতটি। আগামী ২০ তারিখ পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ২১ তারিখ ঈদ হতে পারে। আর মুসলমানদের সবচেয়ে বড় এ উৎসবকে সামনে রেখে সারা বিশ্বে প্রস্তুতি শুরু হয়েছে আর ও অনেক আগে থেকেই। সামু ও এর বাইরের নয়।

আমরা যারা জীবন জীবিকার জন্য আত্নীয় পরিজন ছেড়ে রাজধানী শহরে রয়েছি তারা আজ বিকাল থেকেই যার যার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। কারন আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি (ব্যাংক ও আর্থীক প্রতিষ্ঠান ছাড়া)। বরাবরের মত আজ বিকালে রওনা হচ্ছি খুলনার উদ্দেশ্যে। ফেরিঘাটে জ্যাম না থাকলে আর আবহাওয়া ভালো থাকলে রাত ১২ টা থেকে ১ টার মধ্যে ইনশাল্লা পৌছে যাব খুলনায়। ঈদের শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দেয়ার ইচ্ছা ঈদের দিনে, কিন্তু ঐদিন অনেক ব্লগারই লগইন করতে পারেন না বিভিন্ন কারনে।

আর আমি খুলনায় পৌছালে খুব বেশী আসতে পারবনা আমাদের এই ভার্চুয়াল আড্ডায়, কারন বাসায় বসে মেসেঞ্জার বা সামুতে লগইন করার উপর ১৪৪ ধারা জারি হয়েছে আর ও আগেই। তাই বাধ্য হয়ে ঈদের কয়েকদিন আগেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। "ঈদ মোবারক"। ব্লগের অনেকেই এখন খুলনায় অবস্থান করছেন এবং ঈদে ও ঈদের পরে অনেকেই খুলনায় যাবেন, আর বিশেষ এ উৎসব উপলক্ষে যারা খুলনায় আছেন সবার সাথে যোগাযোগ করার একটা ইচ্ছা অনেকদিন থেকেই পোষন করছি। যেহেতু ব্লগে খুব একটা আসতে পারব না এবং মেইল ও নিয়মিত চেক করা হবে না তাই সবাইকে মোবাইলে যোগাযোগ করতে বিশেষ অনুরোধ করছি।

আগামী ২৫ তারিখ আবার ফিরব যান্ত্রিক এ শহরে, কারন ২৬ তারিখ থেকে আবার ও শুরু হবে জীবন জীবিকার লড়াই। আমার সাথে যোগাযোগ করতে চাইলে কল করতে পারেন আমার নিত্যসংগী ০১৮২৩২৮২৫৭৬ এই নম্বরে। সবাইকে আবার ও ঈদের শুভেচ্ছা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.