আমাদের কথা খুঁজে নিন

   

পুনরুত্থান পরবর্তি বিভ্রান্তি

সামুদ্রিক বিভ্রম

আমি সম্ভবত এই দিনটির অপেক্ষায় ছিলাম- মনে মনে, অবচেতনে; আমার অধোগতি রুখতে এর বিকল্পও ছিল না- ছিল কি? হয়তো না। আমি এরকমই একটা সিঁদুর রঙা আপেলের পুনরুত্থানের অপেক্ষায় ছিলাম খুব অল্প বয়সে আপেলের সবুজ আর লাল রঙের পার্থক্য জেনে গিয়েছিলাম, তাই সিঁদুরে মেঘে ভয় পেতে হবে এরকম ধারনা করতে পারিনি- বইয়ে পড়েই প্রথম জেনেছিলাম, সিঁদুরে মেঘ আর ভয় ঘটনা বিশেষে খুব কাছাকাছি অবস্থান করে। খানিকটা বড় হতেই জানলাম, আমরা, মানুষেরাও রঙ বদলাতে পারি; সেই সাথে আমার সদ্য তরুন বন্ধুদের অগ্নুৎপাতের বিশদ গল্প আমাকে ভীষণ উত্তাপ দিত- স্বপ্নে ও অস্বপ্নে; পুকুড় পাড়ে, সুমিতার চোখেও আমি সেই উত্তাপ অস্পষ্ট দেখতে পেতাম; পৃথিবীর সব বিদ্যা শিখে নিতে হয়না, সব অভ্যাসের পুর্বাভিজ্ঞতা থাকা জরুরী নয়; ফলে ঈষৎ সিঁদুর রঙা আপেলের কথা ভাবলেই এখন শিউরে উঠি-ভয়ে- যেন আমি জন্ম ঘরপোড়া----

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.