আমাদের কথা খুঁজে নিন

   

প্রশস্ত বিদায়



আকাশের কাছে যতো রং চাই ভালোবেসে খুজে দেয় শুধু নীলচে সায়, বাতাসের ওপারেতে আজও গোলাপী পাখী উড়ে- আমি বাসি এখনও ওখানটায় ঐ হলুদ বাতাসটায়। ভালোলাগা গুলো আজ প্রাণ ফিরে চায়? আমি ভেবে, দেখে শুনে, ছুয়ে দেখি তুমি আর নেই, প্রান নেই,টান নেই,নেই আর লাল প্রজাপতির ভালবাসা- শিশিরস্বপ্ন ধ্যানে মগ্ন সবুজমেয়ের স্ফুটন্মুখে, আমি ভীত, যদি না পাই তোমার সাদা আকাশটাকে। দিন ভেঙ্গে দিন গড়ে, দিনে পরে ভাজ রাতের ডেড়ঁায় নাচে খেয়ালি পরীর কালচে সাজ, স্বপ্নবুদ্বুদের দল ভারী, সাথে নিয়ে লালচেবাদামী ভস্বঃস্মৃতি- আমি হাসি সাদাকালো, সবুজ মাঠের আঙ্গিনায়, শুধুই চাই তোমার প্রশস্ত বিদায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.