আমাদের কথা খুঁজে নিন

   

ফিরিয়ে দেয়ার গান ( হেমলক সোসাইটি)

ইচ্ছে হল এক ধরনের পাগলা জগাই হঠাৎ করে ফেলতে পারে যা খুশি তাই ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি, ভেবেছিলাম ঘুরে তাকাবো না ! ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলব আমি, ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই ! কিচ্ছু পারলামনা , শুধু বাড়লো ওজন বুক সুখী গাল বোঝেনা কবিদের অসুখ… পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই , তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই ! এভাবে গাছ পালার স্নেহ দিয়ে ঢাকা থাক সে পথ ফাঁকা থাক তোর ডাকে সাড়া দেবোনা দেবোনা না না ! শত বসন্তের আদরে যেই রেখেছি বালিশে ঘুম, থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালো-লাগা ! আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না, নরম আঙুল কেটে যাবে ! উপড়ে নেবো নিজেকে ………… ভেবেছিলাম তোকে নিভিয়ে ফেলবো আমি, ভেবেছিলাম তারা ফোটাবো না | ভালো হতো পেলে সময় অফুরন্ত , ফুরিয়ে যায় ফিরিয়ে দেওয়া গান ! কেন ভাঙছে আকাশ, আমি ভাঙছি না ? হয়তো তোর ভেতরেও একই অবস্থা ! পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই , তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই ! এভাবে গাছ পালার স্নেহ দিয়ে ঢাকা থাক সে পথ ফাঁকা, থাক তোর ডাকে সাড়া দেবোনা দেবোনা না না ! শত বসন্তের আদরে যেই রেখেছি বালিশে ঘুম, থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালো-লাগা ! আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না, নরম আঙুল কেটে যাবে ! উপড়ে নেবো নিজেকে ………… বুঝবিনা তোর ক্ষত-য় হাত বোলালে জানবিনা কেন যে চোখ ঢাকি , বুঝবিনা কেন ওপাশ ফিরে শুলে জানতে চাসনা কেন এভাবে থাকি কেন প্রশ্ন এড়াস ? আমি ঠকবো না | বিশাল ফারাক আছে , তাকি বুঝিস না ? পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই , তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই ! এভাবে গাছ পালার স্নেহ দিয়ে ঢাকা থাক সে পথ ফাঁকা | থাক তোর ডাকে সাড়া দেবোনা দেবোনা না না ! শত বসন্তের আদরে যেই রেখেছি বালিশে ঘুম, থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালো-লাগা ! আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না, নরম আঙুল কেটে যাবে ! উপড়ে নেবো নিজেকে …………

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.