আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রের সম্মান ফিরিয়ে আনতে চাই

আপনাকে চলচ্চিত্রের বর্তমান সময়ের 'হি ম্যান' বলা হয়, কাজের চাপ নিশ্চয় বাড়ছে?

হ্যাঁ, বর্তমানে এক ডজনেরও বেশি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। এগুলোর মধ্যে মাসুদ পারভেজের 'অদৃশ্য শত্রু', মনতাজুর রহমান আকবরের 'আগুনের চোখে প্রেম' ও 'লাভ ইন মালয়েশিয়া', শাহ আলমের 'সীমাহীন ভালোবাসা', জাদু আজাদের 'অপরাধী বাদশা', রাজু চৌধুরীর 'তোকে ভালোবাসতেই হবে', আজাদ খানের 'দাবাং' অন্যতম। এর মধ্যে গত রমজানে মালয়েশিয়ার প্রায় এক মাস কাজ করলাম আগুনের 'চোখে প্রেম'র। ২৫ আগস্ট এক মাসের জন্য ব্যাংকক যাচ্ছি 'অপরাধী বাদশা'র শুটিংয়ে। ২৩ সেপ্টেম্বর আবারও এক মাসের জন্য মালয়েশিয়া যাব 'লাভ ইন মালয়েশিয়া'র কাজে।

'দাবাং' ও 'তোকে ভালোবাসতেই হবে' মুক্তি পাচ্ছে শীঘ্রই। চেষ্টা করছি ভালো কাজ দিয়ে এ শিল্পের সুদিন ফিরিয়ে আনতে।

 

সত্যিকারের নায়কের সংজ্ঞা কি?

প্রথমে তাকে দর্শনধারী হতে হবে। লাখ লাখ লোক টাকা দিয়ে যাকে দেখতে যাবে সে যদি নাচ, অ্যাকশন, উচ্চারণ, অভিনয়ে পারদর্শী না হয় তাহলে নায়ক হিসেবে দর্শক কীভাবে তাকে গ্রহণ করবে। পরে গুণবিচারী।

মানে সব গুণ থাকলে অবশ্য সে সত্যিকারের নায়ক হতে পারবে। একই সঙ্গে অবশ্যই তাকে শিক্ষিত ও ভালো ফ্যামিলির সন্তান হতে হবে। কারণ চলচ্চিত্র হচ্ছে শিক্ষিত ও ভালো মানুষের সম্মিলন কেন্দ্র।

 

চলচ্চিত্রের সুদিন সত্যিই ফিরছে?

অবশ্যই, দর্শক এখন আবার প্রেক্ষাগৃহমুখী হয়েছে। এর যথেষ্ট কারণও আছে।

প্রথমত. তারা ভালো গল্প ও নির্মাণ পাচ্ছে। পাশাপাশি বেশকিছু প্রেক্ষাগৃহ উন্নত প্রযুক্তিনির্ভর হয়েছে। দ্বিতীয়ত. দর্শক ছোট পর্দায় ছবি দেখতে দেখতে এখন বিরক্তিতে ভুগছে। বর্তমানে তারা আবার বড় পর্দায় ছবি দেখে চলচ্চিত্রের প্রকৃত স্বাদ নিতে চায়। তাই সুনির্মাণ ও প্রেক্ষাগৃহের পরিবেশ উন্নয়ন এবং উন্নত প্রযুক্তি নিশ্চিত করতে পারলেই এই সুদিন স্থায়ী হবে।

 

চলচ্চিত্রকে ঘিরে আগামী স্বপ্ন কী?

চলচ্চিত্রের সঙ্গে আজীবন নিজেকে জড়িয়ে রাখতে চাই। কারণ চলচ্চিত্রই হচ্ছে আমার প্রাণ। চেষ্টা করব অভিনয়ের পাশাপাশি শীঘ্রই প্রযোজনায় আসতে। কারণ আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ করে বিদেশের মাটিতে বাংলাদেশের চলচ্চিত্রের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.