আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি অফারের একটি ব্যয়বহুল অভিজ্ঞতা

http://www.myspace.com/423882880/music/songs/31785002

স্বপ্ন কাকে বলে? ফ্রয়েড মশাই যাই বলেন না কেন বাংলাদেশের সুপার-শপ স্বপ্ন কিন্তু আমাদের দেখাচ্ছে বাস্তব স্বপ্ন। দূর্মূল্যের বাজার থেকে কম দামে পণ্য কেনার স্বপ্ন। আমি কিন্তু খুবই উৎসাহিত হয়ে উঠেছি তাদের স্বপ্নের কাজ-কারবার দেখে। এইতো দুদিন আগে যশোর ঘুরে এলাম, ছোট্ট শহরে উল্লেখযোগ্য কিছু না দেখলেও, দেখলাম স্বপ্ন। সুপার-শপের নির্ঝঞ্ঝাট পরিবেশে বাজার করতে যে শ্রেণী ইতস্তত বোধ করতো তাদের কাছে টানার দারুণ উদ্যোগ নিয়েছে এস ই আই-এর এই স্বপ্ন প্রজেক্ট! ছোট্ট একটি ফ্রি অভিজ্ঞতা আমি ব্যক্তিগতভাবে পেপসি কোলার দারুণ ফ্যান।

স্বপ্নে গিয়েই তাই পেপসির " ২ লিটার পেপসি কিনলে, ১ টি ম্যাগী নুডুলস প‌্যাক ফ্রি" অফার দেখে খুশি হলাম। কিন্তু অফারের হিসাবটা বুঝলাম না। ২ লিটার পেপসি গায়ের দাম অনুযায়ী ৭০ টাকায় কিনলে , তার সাথে আমি ৬২ গ্রাম ১৩ টাকার ম্যাগী নুডুলস ফ্রি পাবো! কিন্তু আমাকে পে করতে হলো ৮০টাকা। মানে কি? স্বপ্ন কর্তৃপক্ষকে বললাম, উনি বললেন- এটা ফ্রি এবং কোম্পানি এই রেটেই বিক্রি করতে বলেছে। সাথে সাথে আমাকে তিনি দোকানে ঝোলানো পেপসির এই অফারের ফেস্টুন দেখালেন ।

কিন্তু কেন আমাকে ১০টাকা বেশি দিতে হচ্ছে? নিলে ওরা দুটোর দামই (৮৩ টাকা) নিতো। এটাকি তাহলে ৩টা ছাড়ের অফার? আমি ভাবলাম এরকম অপরিস্কার ও ঘোলাটে অফার আমি নিবো না। কিন্তু ততক্ষণে ক্যাশম্যামো রেডি। স্বপ্নের কাউন্টারের তরুণটি তখন আমাকে বললো, স্যার ক্যাশম্যামো হয়ে গেছে, পণ্য ফেরত নিতে পারবো না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.