আমাদের কথা খুঁজে নিন

   

গালি দিতে ইচ্ছে করছে

শঙ্খপাপ আমার

গতকাল কাঁকন টোনার ব্লগ মুছে দেয়া সম্পর্কিত একটা পোস্ট দিয়েছিল। আমি ৬০ তম মন্তব্য পর্যন্ত পড়েছিলাম, কোন অসংযত কিছু ছিল না। পরে নাকি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়, এবং পরবর্তীতে মুছে ফেলা হয়। অথচ কাঁকনকে নিজ থেকে পোস্ট ড্রাফট করার সুযোগ দেয়া হয় নি! মডারেটর (বা মডারেটরপাল) যত ঈশ্বর মনে করেন না কেন তিনি একটা আবেদনমূলক (কাঁকন আবেদন করেছিল, জিজ্ঞাসা ছিল; সে দাবী তুলে নি) পোস্টকে সরিয়ে দিতে পারেন না, মুছে ফেলা তো দূরের কথা। বড়জোর অনুরোধ করতে পারে যে পাঠক বা ব্লগের স্বার্থে (পড়তে হবে তাদের পাপ গোপন করার স্বার্থে) নিজপাতায় প্রকাশের।

টোনার বহিস্কৃত হওয়া সঠিক। আমার দেখা (টোনা রচিত) প্রায় ব্লগই উস্কানীমূলক ছিল। তাই বলেছিলাম এর বাইরে ভালো পোস্ট (ব্যক্তি-আক্রমণ বা উস্কানীমূলক না হলে) থাকলে তা রাখা যেতে পারে, নতুবা না। একজন ব্লগারের ব্লগ বাতিল করা হলে শুধু ভালো পোস্টসমূহ রাখা হোক। কিন্তু কাঁকনের পোস্ট মুছে দিয়ে মডারেটরপাল কেবল নির্লজ্জতারই পরিচয় দিল।

মানুষকে আঙুল দিয়ে দেখিয়ে, বুঝিয়ে সংশোধন করা হয়- অমানুষকে নয়। গালি দেয়ার অভ্যেস নেই, কিন্তু গালি দিতে ইচ্ছে করছে এখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।