আমাদের কথা খুঁজে নিন

   

গালি আর কুল কুল খেলা।

ইমরোজ

(সতর্কীকরণঃ আমার লেখাটিতে না চাইতে কিছু গালি ব্যবহার করতে হলো, তা না করলে শুধু "অশ্রাব্য ভাষার ব্যবহার" বলেই আমি ক্ষান্ত হতে পারছি না। কারণ তাহলে আপনাদের কার সামনে কিছু কঠিন বাস্তবতা তুলে ধরা সম্ভব হবে না। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। ) "ঐ চো...পোলা, তোর মায়েরে ...," চিৎকারটা সৌরভের মুখে শুনেই তন্দ্রা ভাঙ্গলো। সম্ভবত একটা রিক্সাআলাকে গালি দিলো সে।

আমি তখন সৌরভের গাড়িতে, আমার সাথে আরও কয়েকজন। সৌরভ ড্রাইভিং সিটে, গাড়ি ৬০-১০০ কিলোমিটারে উঠছে ক্রমেই। মাতাল বাতাস গাড়ির ভেতর প্রবেশ করছে, আমাদের চুল এলোমেলো করে দিয়ে। সৌরভের কথা বলে রাখি। বিশাল ধনী লোকের ছেলে সে।

তার বাবা তাকে একটি মোটর সাইকেল এবং এলিয়োন গাড়ি কিনে দিয়েছেন। রাস্তায় "মাদার..." গালি দিয়ে স্পিডিওং করা তাই তারই সাজে। আমাদের না। দিনটি ছিলো ব্যস্ততম। আমরা সৌরভের বাসায় যাচ্ছিলাম, বসুন্ধরায়।

সে এক ইতিহাস। এত গালি শুনে নিজেকে ভদ্র সমাজের কেউ বলে ভাবতে ঘিন্না হচ্ছিলো। তাও তো সন্তুষ্ট হতাম। গালি সৌরভ দিলো, সে খারাপ ছেলে, তো কী হয়েছে? আমরা তো আর সেরকম না। একটু পরে যখন প্রচন্ড শব্দে গান বাজতে লাগলো, সেগুলোও শোনার মত গান।

ডিজে রাহাত, ডিজে অমুক তমুকের গান। গান গুলোতে "মাদার..." এর ব্যবহার মাধুর্যপূর্ণ। কুত্তারবাচ্চা শুয়োরের বাচ্চা তো সাধারণ গালি। গানের কথায় কথায়, গায়ক মনে হয় তার গাল-ফ্রেন্ডকে মিন করেই বলে যাচ্ছেন। মাঝখানে মাঝখানে ইংরেজি "মাদার ফা...", ফাক, সাক এসবের ছড়াছড়ি তো আছেই।

র‌্যাপ করে করে আর বিট দিয়ে দিয়ে গাড়ি সহ নেচে নেচে আমরা সৌরভের বাড়ি পৌছালাম। ফিরে যেতে হয়েছিলো একই ভাবে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের সিনেমা দেখানো হলো। একটি চায়ের দোকানি বাচ্চা ছেলের উপর বানানো সর্টফিল্ম। বুঝলাম ফিল্মের ডিরেকটর বাস্তবতা থেকে অনেক দূরে।

সিনেমাটি আমাদের থেকে যেমন দূরে, আমরাও তেমনি অনেক দূরে। সাধারণ সমাজের থেকে এই যে দূরত্ব, আর গালাগালির সংস্কৃতির কী সুফল আছে আমার জানা নেই। এতে মনে হয় "কুল" হওয়া যায়। কেউ "মাদার ফা..." হয়ে কুল হতে চাইছে, আর কেউ "মাদার চো..." হয়ে কুল হতে চাইছে। এ কেমন অধপতন আমাদের তরুণ সমাজের? আর কেনই বা এরকম গালি ভর্তি সিডি বের করা হচ্ছে? যারা বের করেন তাদের কী বিবেক বলতে কিছুই নেই? নাকি এটা সভ্য সমাজের অন্তর্ভুক্ত বলেই তাদের ধারণা?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।