আমাদের কথা খুঁজে নিন

   

কি লিখলাম জানি না...শুধু জানি লিখলাম



ছুটির দিন মানেই অলস বিকাল... বসে বসে অফলাইনে ব্লগ পড়া অথবা বিভিন্ন অনলাইন পত্রিকা পড়া....গতকালের সবকিছুরই মেইন ইস্যু ছিল, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। কেউ মারা গিয়েছেন শুনলেই মনটা খারাপ হয়ে যায়। মনে করার চেষ্টা করি তার কি কি ভাল গুন ছিল....অনেকসময় কারো হয় তো ভাল গুন খুঁজেও পাই না....একসময় বাসায় থাকা পুরানো পত্রিকাতে মুনীর-খুকুর কাহিনী পড়তাম....মুনীর তার বউ রুমা (সম্ভবত নামটা ঠিক মনে নেই) কে খুন করে মধ্যবয়স্ক খুকুর সাথে পরকীয়া প্রেমের জন্য। মুনীরের কথা মনে হয় যারা জানেন তারা ঘৃণা ছাড়া আর কিছুই করেন না, তবুও আমি ভাবি লোকটার ফাসি হয়েছিল, মারা গেছে। তার ভাল কিছু খুঁজে পাই না ..... কিংবা এরশাদ শিকদারের কথা ভাবি.... এই লোকটা কতটা পাষন্ড, নিষ্ঠুর ছিল।

এটা আমাদের কাছে যারা তার বরফকলের কাহিনী পড়ি....পড়ি কিভাবে মানুষকে হাতুড়িপেটা করেও খুন করেও ক্ষান্ত হতো নি তার লাশটাকে নদীতে ফেলে দিতো। এই লোকটার কথা ভাবি একজন মানুষের মরদেহটাও তার আত্নীয় স্বজনকে একবার দেখার সুযোগ দিতো না। কেউ হয় তো জানতেই পারে নি তার নিখোঁজ বাবা অনেক আগেই নদীর মাছের খাদ্য হয়েছে। এই এরশাদ শিকদারকে নিয়েও ভাল কিছু ভাবার চেষ্টা করি... শুনেছি মারা যাবার আগে লোকটা অনেক ভাল হয়ে গিয়েছিল, তওবা করেছিল। কিংবা তার এলাকায় সে জনসেবামূলক কিছু কাজ করেছিল যার জন্য কিছু লোকের জন্য সে দেবতার মত।

এরপর আসি বুশ বা সাদ্দাম হোসেনের কথায় এরা আমাদের কারো কাছে ভাল কারো কাছে খারাপ। একজন মানুষ সবার কাছে ভাল হতে পারে না পারাটাও সম্ভব না হয়তো বা। কারো খারাপের পরিমান হয়তো খুব বেশি কারো হয় তো খারাপ খুঁজে পাওয়া কষ্টকর। পরিশেষে এটাই বলতে চাই, আমরা স্রষ্টা নই। স্রষ্টা যদি থাকেন তাহলে তিনি বিচার করবেন, আর স্রষ্টা না থাকলে প্রকৃতি তার বিচার করবে।

এটা আমার কথা না..নিউটনের...প্রতিটি জিনিসেরই বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়া আছে। আমরা মানুষ হিসেবে মানুষের জন্য ভাল কিছু আশা করি সেটা জীবিত বা মৃত মানুষের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।