আমাদের কথা খুঁজে নিন

   

কেমন হবে যদি একটা শিশুকে এই ঈদে একটা নুতন জামা পাওয়ার আনন্দ দিতে পারেন !! ( পথ -শিশুদের নিয়ে একটা উদ্যোগ )

মানুষ বদলে যায় অন্য মানুষে...................আকাশ বদলে যায় অন্য আকাশে........................
প্রিয় ব্লগার বন্ধুরা সব কথারই প্রথমে একটু ভনিতা/ভুমিকা থাকে, কিন্তু আমি প্রথমে কথাটুকু বলেই ভনিতাতুকু করতে চাই ! আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে একটা উদ্যোগ নিয়েছি। আমাদের পথ-শিশুদের জন্য ঈদের আগে নুতন জামা কিনে দিচ্ছি। এবার ভনিতায় আসা যাক। আমরা তো "পথ-শিশুদের" নিয়ে কত কথাই লিখি, যে ঈদের দিন আমরা নুতন জামা পরি,ওদের সে সামর্থ নাই, "আহারে ওদের কত দুঃখ!!" কিন্তু আপনারা কি জানেন ওদের সেরকম কোন অনুভূতিই নাই !!! ওরা এমন সপ্নই দেখে না যে, ঈদে ওরা নুতন জামা নিয়ে মজা করবে। ওদের সামনে দিয়ে আমরা নুতন জামা পরে গেলেও ওদের মনে কোন দুঃখ লাগে না কারন এটা ওরা জন্মের পর থেকে দেখে আসছে এবং এটাই ওদের কাছে সাভাবিক, ওদের ভাবান্তরই হয় না এটার জন্য যে আরেকজনের আছে ওদের নাই !! ঈদে নুতন জামা পাওয়া ওদের কাছে আশাতীত !!!! কিন্তু আপনারা তো জানেন ঈদে নুতন ড্রেস নিয়ে সবাই কতই না মজা করে ! তাই আপনার আমার মত কয়েকজন চাইলেই ঐ পিচ্চিগুলাকে এক অনাকাঙ্খিত খুশি দিতে পারি !!!! এবং আমার কথা বিশ্বাস করুন এই খুশি ওদের একার না, এই খুশি আপনারও.........যদি খুশি না হন তাইলে পয়সা ফেরত !! এখন এই কাজ করতে গেলে টাকার দরকার।

এ পর্যন্ত মোটামুটি একটা এমাউন্ট জমা হয়েছে। আমি এটা বলছি না যে, আমাদের কাছে টাকা দেন, শুধু বলছি যে একটা বাচ্চাকে একটা জামা কিনে দিন, কিন্তু আপনার হয়ত ইচ্ছা আছে, কিন্তু সময় নাই বা সুযোগ নাই, আর সেটা হলে আপনি আমাদের কাছে টাকা দিতে পারেন, আমরা আপনার হয়ে কাজটুকু করে দিব। আর যদি কেউ অর্থনৈতিক ভাবে সাহায্য করতে না পারেন, তাহলে অন্যভাবেও সাহায্য করতে পারেন, যেমন ফান্ড সংগ্রহের ব্যাপারে বা জামা কেনার ব্যাপারে, এমনকি ডিস্ট্রিবিউশানের মাধম্যেও। ফান্ডের ব্যাপারে একটা কথা বলে রাখছি। আমদের চাঁদা টাইপের কোন ব্যাপার নাই।

আপনি যা দিবেন তা নিয়েই আমাদের ফান্ড। তাই আশা করছি সবাই নিজ সামর্থ্যের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবেন। এবং আনুমান করছি সবাই যদি ১০০ টাকা করেও দেয় ইনশাল্লাহ বিশাল একটা এমাউন্ট জমা হবে। যদি এ সম্পর্কে কারো কিছু বলার থাকে বা কোন আইডিয়া শেয়ার করতে চাইলে অবশ্যই এই ব্লগে জানাবেন। বা আমার ব্যাক্তিগত নাম্বার ০১৯১১৫১৪৩৩৩ তে কল দিয়ে জানাবেন।

কিন্তু একটু তাড়াতাড়ি করার জন্য অনুরোধ করছি। কারন কাজের তুলনায় হাতে সময় একদমই কম। ডোনেটেড ফান্ডের পুরোটাই জামা ক্রয়ে ব্যবহার করা হবে। যাতায়াত এবং অন্যন্য সকল ব্যয় আমরা নিজে বহন করব। Contact info : E-mail address: Cell no.: 01911514333 আপডেট ১ ঢাকার বাইরের ব্লগারদের অনুরোধে ব্যানক অকাউন্ট ন্বর দেয়া হল, কেউ চাইলে এখানেও জমা দিতে পারেন আপনার ডোনেশন।

আপনারা এই একাউন্ট নাম্বারে টাকা পাঠাতে পারেন: মিসেস মাশকুরা বেগম অ্যাকাউন্ট নম্বর- ৩৪০৫৭১৬৭ সোনালী ব্যাংক কলেজ গেইট শাখা মিরপুর রোড, ঢাকা- ১২০৭ এছাড়া একজন যাকাতের টাকা হতেও কিছু অংশ দিতে চেয়েছেন। আপনারা চাইলে যাকাতের টাকার কিছু অংশ দিতে পারেন। আপডেট ২ নতুন করে দৃষ্টি আকর্ষন। একই বিষয় নিয়ে আমার সাম্প্রতিকতম পোষ্ট। লিংক নিচে দেয়া হল।

Click This Link
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.